প্রাপ্তি

0
944

লেখক : এস ইবাদুল ইসলাম

সূর্যকে ভালোবাসি?
হ্যা ভালোবাসি! জীবিকার জন্য
জোৎ¯œাকে ভালবাসি?
হ্যা ভালোবাসি!
জীবন কে বাচিঁয়ে রাখতে।
সূর্য তো প্রখর তাপে পূর্ন,
জোৎ¯œা কেমন শীতল, শান্ত
ফসল জন্মে সূর্যের তাপে।
মানব বেঁচে থাকার সাথে
জোৎ¯œার যোগাযোগ রয়েছে?
আছে তো ! আমাকে ভাবিয়ে তোলে।
সূর্য যখন চোখ বুজে বিশ্রামে যায়
জোৎ¯œা তখন নৃত্য করে
আলোর চোখ খোলে।
পৃথিবীর রুপ সেকি অনন্য
বাগান বিলাস ও শূন্য লতায়,
জোনকীরা আলোর পস্রা বসায়
আভাবী দূবর্ল ব্যক্তিটিও
জোৎ¯œাার আলোয় প্রান খুজে পায়।
নদীবক্ষে রুপালী ইলিশ
দলে দলে নৃত্য করে
জোৎ¯œার আলোক ¯œানে।
সূর্যের আলোয় সেই ইলিশ
প্রান হারায়।
এখানইে প্রকৃতির সৃষ্টির
প্রশ্ন থেকে যায়,
তবুও ভালবাসি প্রকৃতি
ভালবাসি সূর্যের তাপ
জোৎ¯œার হাসি ,
ভালবাসি তো আমি
এ অসিম প্রাপ্তি!!

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 × two =