উজিরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বিশ্বপ্রামান্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় আনন্দ শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচী পালিত

0
778

উজিরপুর প্রতিনিধি ঃ উজিরপুরে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন ইউনেস্কোর ‘‘মেমরি অব দ্য ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার’এ অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্বপ্রামান্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক আয়োজনে স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, ৭ই মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ, বেলা ১০টায় উপজেলা প্রশাসন, বিভিন্ন স্কুল-কলেজ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ হাজারো মানুষের সমন্বয়ে এক আনন্দ শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান আঃ খালেক আজাদ প্রমূখ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু, শ্রমিকলীগের আহবায়ক আনোয়ার হোসেন খান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন সবুজ, ছাত্রলীগ সভাপতি অসীম ঘরামী, সম্পাদক জালিস মাহমুদ শাওনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

12 − six =