রক্ত ক্ষরণ

0
1099

লেখক:এস ই ইসলাম

রাখাইন সম্রাজ্য দখলে নিবে?
নাও! আমাদেরও কেন কাদাঁও?
বিশ্ব মানবতা রক্ষার প্রহরি,
বলছি তোমায়, নিরব কেন?
মানব শিশুর কি অপরাধ বলো?
হৃদয়ে রক্ত ক্ষরণ দেখে নাতো কেউ,
জলজ্যান্ত দেহ খানা খন্ডিত।
মাথা হাত-পা ধর বিহিন দেহ,
ছরিয়ে ছিটিয়ে আছে বন, জঙ্গলে
ভাসছে সাগর জলে।
জীবিত জন খাদ্য ও আশ্রয় বিহীন কাঁদে
ক্ষমতার প্রভাবে দূর্বলেরা মরে
সবল,সুস্থ,হায়না কেবল
অট্রহাসি হাসে,রক্তের হলি খেলে।
পৈশাসিকতার মিছিল করে
তারাই এখন সম্রাজ্য গড়ে।
বিরতিহীন মানব হত্যা
আজ হলো নিত্য বার্তা।
রক্ষা করো হে মানব-
দানব রুপী এ তান্ডব।
নোবেল জয়ী হে মানবী (অং সাং সূচী)
তোমার নিরবতা
কেন এত শক্তিশালী
যার দাম দিতে
খন্ডিত হচ্ছে লক্ষ মানব
মাংশ পিন্ড ছড়িয়ে ছিটিয়ে
পবিত্র করছো তোমার ভুমি
তাইতো আজ বিশ্ব বিবেক
আঙ্গুল তুলে বলেছে ডেকে
ফিরিয়ে দাও বিশ্ব শান্তির
পুরস্কার খানি।
তুমি যে এত নিষ্ঠুর মানবী,
তা কি আর আমরা জানি।
সময়ের এটাই দাবী
বন্ধ কর এ হানাহানি,
এসো মোরা শান্তির পৃথিবী গড়ি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twenty + three =