জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় বিয়ে করতে এসে ভুয়া সেনা সদস্য আটক

0
737

নাজমুন নাহার অপরূপা ঃ জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় বিয়ে করতে আসা মোঃ আব্দুল মতিন নামে এক ভুয়া সেনা সদস্য গভীর রাতে গাইবন্ধা ইউনিয়নের মরাকান্দি এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে সেনাবহিনীর লোগো সম্বলিত পোশাক পরা ছবি ও একাধিক আইডি কার্ড জব্দ করা হয়। তার কাছে সেনাবাহিনীর মূল্যবোধ কার্ড, পরিচয়পত্র, সেনাবাহিনীর চেতনাসমূহের কার্ড, শাখা কার্ড পাওয়া যায়। পরিচয়পত্র মোঃ আব্দুল মতিন, আইডি নং- ইবি ৪৪১৫২৫, সেনা নং-৪০৫৩৫৫৮, পদবি-সৈনিক, ইস্যু তারিখ-৩০/০৫/১৫ প্রদানকারী কর্তৃপক্ষ ২৪ পদাতিক ডিভিশন উল্লেখ রয়েছে। এলাকাবাসী জানায়, ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মারকান্দি এলাকায় ১৩ অক্টোবর, ২০১৭ইং তারিখ শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে আটক আব্দুল মতিন পূর্বের আলোচনা সাপেক্ষে হারুন অর রশিদের বাড়িতে তার শ্যালিকাকে বিয়ে করতে আসেন। এ সময় তার আচরণ সন্দেহনক হলে এলাকাবাসী বিষয়টি ইসলামপুর থানা পুলিশকে জানায়। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশের এস আই মোবারক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে থেকে ভুয়া সেনা সদস্য মতিনকে আটক করে। এ ব্যাপারে জামালপুরের সহকারী পুলিশ সুপার আবু সুফিয়ান জানান আসামী আটক মতিন ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার সেনেচর ভূইয়াপাড়া গ্রামের জবেদ আলীর ছেলে। তার আসল নাম ফিরোজ আলী। তিনি দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে বিভিন্ন ছদ্মনামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে প্রতারণা মামলায় জেলহাজতে প্রেরণ করা হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eleven + two =