ছাতকে চাল বিক্রির অভিযোগে উদ্যোক্তা বহিস্কার

2
719

আরিফুর রহমান মানিক,ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি,
ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের সরকারি সহায়তার চাল বাজারে বিক্রি প্রচেষ্ঠার অভিযোগে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রর উদ্যোক্তা আব্দুল হামিদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

 

রোববার উপজেলার চেচান বাজারে সংঘটিত এঘটনার পর উপজেলা জুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। অবশেষে দক্ষিন খুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির তথ্য কেন্দ্রের উদ্যোক্তা আব্দুল হামিদের কাছ থেকে অফিসের চাবি বুঝে নিয়ে তাকে এপদ থেকে অব্যাহতি দেয়া হয়। রোববার ১০বস্তা চাল চেচান বাজারে বিক্রি করতে গিয়ে তিনি জনতার রোষানলে পড়েন। এব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির জানান, ১০বস্তা নয় ৬বস্তা চাল সরিয়ে নেয় উদ্যোক্তা আব্দুল হামিদ। এ অভিযোগে চাবি রেখে আর কোন দিন অফিসে না আসার জন্যে জানিয়ে দেয়া হয়েছে। তবে ৩বারের নির্বাচিত চেয়ারম্যান দাবি করে তিনি ঘটনার সাথে জড়িত নহেন বলে জানান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 − 2 =