আজ পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

0
1835

অপরাধ বিচিত্রা ডেস্ক : আজ শনিবার (২ ডিসেম্বর) ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। প্রায় ১ হাজার ৪০০ বছর আগে এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোলে জন্ম নিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। একই দিনে তিনি পৃথিবী ছেড়ে চলেও যান। সর্বকালের

 

সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.) নবুওয়াতের ধারবাহিকতায় শেষ নবী। তাঁর জন্ম এবং ওফাত দিবস ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে এক পবিত্র দিন। বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। গোটা আরব বিশ্ব যখন পৌত্তলিকতার অন্ধকারে ডুবে গিয়েছিল, তখন মহান আল্লাহ তাআলা বিশ্বনবী (সা.)-কে বিশ্বজগতের মুক্তিদূত হিসেবে পাঠিয়েছিলেন। মহানবী (সা.)।৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন। এরপর বিশ্ববাসীকে মুক্তি ও শান্তির পথে আহ্বান জানান। সব ধরনের কুসংস্কার, অন্যায়, অবিচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানবসত্তার চিরমুক্তির বার্তা এনেছিলেন তিনি। মহানবী (সা.) ৬৩ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন। সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভির্যের মধ্যদিয়ে এ দিবসটি পালিত হবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হসিনা পৃথক বাণী প্রদান করেছেন। এছাড়া, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ পৃথক বাণী দিয়েছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 × 5 =