ট্রাম্প মুসলিম দেশগুলো ধ্বংসের পাঁয়তারা করছেন : এরশাদ

0
741

অপরাধ বিচিত্রা : যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির সমালোচনা করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মুসলমানরা নয়, দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসল সন্ত্রাসী। ট্রাম্প পবিত্র জেরুজালেমকে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যম মুসলিম দেশগুলো ধ্বংসের পাঁয়তারা করছেন। ট্রাম্পের স্বীকৃতির প্রতিবাদে মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সাবেক রাষ্ট্রপতি এরশাদ এ কথা বলেন।

 

এরশাদ বলেন, আপনারা মুসলমানদের বলেন জিহাদি-সন্ত্রাসী। ইরাক কী দোষ করেছে। লিবিয়া-আফগানিস্তান কী দোষ করেছে যে, তাদের ধ্বংস করে দিলেন! মুসলমানরা নয়, আপনারাই আসল সন্ত্রাসী। মুসলমানদের প্রথম কেবলা জেরুজালেম রক্ষায় দেশের জনগণকে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে না।

জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী হবে। জাতিসংঘে যে প্রস্তাব পাস হয়েছে, তা অমান্য করে জেরুজালেম রাজধানী হতে পারে না।

তিনি বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না। মুসলমানদের পবিত্র নগরী জেরুজালেমকে রক্ষায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ট্রাম্পের স্বীকৃতি যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্ত।

জেরুজালেম ইস্যুতে কর্মসূচিতে যোগ দেওয়ায় নেতা-কর্মীদের ধন্যবাদ জানান তিনি।

সমাবেশ শেষে পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। কাকরাইল থেকে বিজয়নগর হয়ে মৎস্য ভবনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয় জাতীয় পার্টির বিক্ষোভ কর্মসূচি।

সমাবেশে উপস্থিত ছিলেন দলের কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য এম এম সাত্তার, কাজী ফিরোজ রশীদ এমপি, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সাহিদুর রহমান টেপা, মুজিবুল হক চুন্নু এমপি, মশিউর রহমান রাঙ্গা এমপি, এস এম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, অবসরপ্রাপ্ত মেজর খালেদ আখতার, রেজাউল ইসলাম, শফিকুল ইসলাম সেন্টু, মো. নোমান এমপি, কাজী মামুনুর রশিদ, নাজমা আক্তার, সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিন মিয়া, জোটের ইসলামী ফ্রন্টের নেতা মাওলানা স উ ম আব্দুস সামাদ, অধ্যাপক এম এম মোমেন, মাওলানা মাসুদ হোসেইন আল কাদেরি, ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাছের ওয়াহেদ ফারুক, জোটের সেকেন্দার আলী মনি, জাপার ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির, আরিফুর রহমান খান, আলমগীর সিকদার লোটন, দিদারুল আলম দিদার, সরদার শাহজাহান, ইয়াহইয়া চৌধুরী এমপি, আশরাফ সিদ্দিকী, জহিরুল আলম রুবেল, মহিলা পার্টির সেক্রেটারি অনন্যা হোসেন মৌসুমী, সুলতান মাহমুদ, সুজন দে, শ্রমিক পার্টির আসরাফুজ্জামান খান, ছাত্রসমাজের মিজানুর রহমান মিরু, শারমিন পারভীন লিজা, সৈয়দা পারভীন তারেক, ডা. সেলিমা খান, মনোয়ারা তাহের মানু, দ্বীন ইসলাম, আজিজুল হুদা সুমন প্রমুখ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × 1 =