দ্ধিতীয ডাবল সেঞ্চুরী স্মিথের

12
740

স্টিভেন স্মিথ তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন। আজ শনিবার পার্থে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি তুলে নেন তিনি। ৩০১ বল খেলে ২৬টি চার ও ১টি ছক্কার সমন্বয়ে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। টেস্ট ক্যারিয়ারে এটা তার দ্বিতীয় ডাবল সেঞ্চুরি হলেও অধিনায়ক হিসেবে প্রথম।

 

এর আগে ২০১৫ সালে এই ইংল্যান্ডের বিপক্ষেই লর্ডসে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। আজ তার ইনিংসটিকে আর কতদূর টেনে নিতে পারেন দেখার বিষয়। অবশ্য স্মিথের ডাবল সেঞ্চুরির সংখ্যা ৪ হতে পারত। ২০১৫ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৯ রানে আউট হয়েছিলেন। আর ২০১৪ সালে মেলবোর্নে ভারতের বিপক্ষে আউট হয়েছিলেন ১৯২ রানে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

16 − 14 =