ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিষ্ট অর্গানাইজেশন্স

0
1116

ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিষ্ট অর্গানাইজেশন্স
৫৩ মতিঝিল ১৫ তলা ঢাকা ১০০০।
সদস্য হওয়ার নিয়মাবলী
১ । ফেডারেশনের ফরম পুরন করে আবেদন করতে হবে।
২ । বাংলাদেশের যে কোন উপজেলা, জেলা, পৌরসভা, থানা, বা যে কোন শহরে অবস্থিত যে কোন সাংবাদিক সংগঠন (নিবন্ধিত, অনিবন্ধিত) আবেদন করতে পারবে।
৩। যে কোন সাংবাদিক সংগঠন থেকে ৫জন করে ফেডারেশনে কাউন্সিলর হতে পারবে।
৪। উক্ত ৫জনের জন্য একটি রেজুলেশন সিদ্ধান্ত সংযুক্ত করতে হবে।

 

৫। সংগঠনের কমিটির তালিকা সংযুক্ত করতে হবে।
৬। সংগঠনের গঠনতন্ত্র সংযুক্ত করতে হবে।
৭। সদস্য ফি ১০০০ এক হাজার টাকা দিয়ে মানি রিসিট সংগ্রহ করতে হবে।
৮। সদস্য মনোনিত হবার পর সংগঠনের প্যাডে, সাইনবোর্ডে, ফেস্টুন, বা যে কোন ব্যানারে ফেডারেশনের অন্তর্ভুক্ত” কথাটি সংযুক্ত করতে হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × 4 =