সড়ক দুর্ঘটনার ৭৪ শতাংশই ঘটে রাজধানীতে

0
553

বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইন্সটিটিউটের জরিপ বলছে, সারাদেশে শহরাঞ্চলে মোট সড়ক দুর্ঘটনার ৭৪ শতাংশই ঘটে রাজধানীতে। চালকের বেপরোয়া গতি, ট্রাফিক আইন লঙ্ঘন এবং যাত্রী সাধারণের অসচেতনতাই দুর্ঘটনার মূল কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। বুয়েটের জরিপ বলছে, সারা দেশে যতো দুর্ঘটনা ঘটে এরমধ্যে শুধু রাজধানীতেই ঘটে ২০ শতাংশ। আর শহরাঞ্চলের দুর্ঘটনার মধ্যে ৭৪ শতাংশই ঢাকার বুকে। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইন্সটিটিউটের সহকারি অধ্যাপক সাইফুন নেওয়াজ বলেন, সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে ঢাকা শহরটা খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে। ভূমি ব্যবহার নিয়ন্ত্রণে নেই। ফলে পথচারিরা ফুটপাথ ব্যবহার করতে পারছেন না। তারা যেমন

 

রাস্তায় নেমে আসছেন এরসঙ্গে অতিরিক্ত গাড়ির চাপও রয়েছে। এতে দুর্ঘটনা ঘটে যায়। অবশ্য রাজধানীর চালক ও নগরবাসী দুষছেন একে অপরকে। রাজধানীর একজন বাসচালক বলেন, আমার মনে হয় না কেউ ইচ্ছা করে মানুষ মারে। ওভারব্রিজ আছে, কিন্তু মানুষ সেটা দিয়ে না গিয়ে রাস্তা দিয়ে দৌড় দেয়। গাড়ির গতি যদি একটু বেশি থাকে তাহলে সাথে সাথে ব্রেক করা তো আর সম্ভব না। আর যাত্রীদের অভিযোগ, গাড়িগুলোকে যেভাবে রাখা হয় তাতে মানুষের চলাচলের অসুবিধা হয়। এছাড়া সিগনালগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে তারা বেপরোয়াভাবে গাড়ি টান দেয়। ফলে দুর্ঘটনা ঘটে। নিরাপদ সড়কের জন্য নিরাপদ চালক তৈরির পরামর্শ দিয়েছেন সাইফুন নেওয়াজ। তিনি বলেন, এখানে অনেক গাড়ি, অনেক মালিক। ফলে প্রত্যেকের মাঝে একটা প্রতিযোগিতা থাকে। এরফলে দেখা যায় কে আগে যাত্রীটা নিবে, সেই প্রতিযোগিতা চলে। তাদের এই বেপরোয়া চালানোর কারণে অনেক সময় সড়ক দুর্ঘটনা ঘটে। ট্রাফিক পুলিশের দাবি, দুর্ঘটনা কমাতে সাধ্যমতো চেষ্টা করছেন তারা। শুধু দিনেই না রাতেও ঢাকার রাজপথ যেন ভয়াবহ এক আতঙ্কের নাম। তাই সচেতনতার পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে নিরাপদ শহরের প্রত্যাশা নগরবাসীর।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

17 − seventeen =