বাকেরগঞ্জে সাবেক সেনা সদস্যের পেনশনের টাকা নিয়ে উধাও প্রতারক সোলায়মান! থানায় অভিযোগ নিয়ে টালবাহানা, এস.আই কামরুজ্জামানের রহস্যময় আচরণ, জিডি’র তদন্তেও ভাটা

0
735

অপরাধ বিচিত্রাঃ
দেশ ও জাতির গৌরবময় ঐতিহ্যবাহী এক বাহিনীর নাম বাংলাদেশ সেনাবাহিনী। একজন সেনা সদস্য এই বাহিনীতে কর্মরত থাকাকালীন জাতির কল্যাণের এবং দেশের স্বার্থ রক্ষার জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে কোন রকম দ্বিধাবোধ করেন না। একজন সেনা সদস্য দেশের মানুষের

নিরাপত্তার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করেন। কিন্তু অবসরে গিয়ে এই বাহিনীর একজন সদস্য বাকেরগঞ্জ থানার ১২নং রঙ্গশ্রী ইউনিয়নের সাবেক সেনা সদস্য মোঃ কাজী নাজমুল ইসলাম ওরফে চুন্নু কাজী নিজের পেনশনের টাকা প্রতারকের হাতে খুইয়ে থানায় গিয়েও সুষ্ঠু বিচার পাচেছন না। চুন্নু কাজীর ভাষ্যমতে জানা যায়-বাকেরগঞ্জ এলাকার প্রাণ কোম্পানীর পরিবেশক সোলায়মান চুন্নু কাজীর সাথে সখ্যতা গড়ে তোলে কাজীর বাসায় বাসা ভাড়া নেয়। প্রাণ কোম্পানীতে ব্যবসায় টাকা লগ্নি করে লভ্যাংশ প্রদানের প্রতিশ্রুতিতে স্ট্যাম্পে সই করে স্থানীয় স্বাক্ষীদের সম্মুখে চুন্নু কাজীর নিকট হইতে প্রতারক সোলায়মান ৫,২৫,০০০ টাকা গ্রহণ করেন। টাকা নেওয়ার কিছুদিন পর তার আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হইলে চুন্নু কাজী তার প্রদানকৃত টাকা ফেরত চাইলে প্রতারক সোলায়মানের আসল চেহারা প্রকাশ পায়। সে টাকাতো দিতেই রাজী নয় বরং টাকা চাইলে চুন্নু কাজী ও তার পরিবারকে হত্যার হুমকি প্রদান করে। চুন্নু কাজী গত ১০/০৯/২০১৭ইং তারিখে বাকেরগঞ্জ থানায় প্রতারক সোলায়মানের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এস.আই কামরুজ্জামান প্রতারক সোলায়মানকে গ্রেফতার না করে নানা রকম টালবাহানা শুরু করে। উক্ত বিষয়টি সুরাহার বিলম্ব দেখে চুন্নু কাজীর স্ত্রী রাজিয়া সুলতানা গত ১২/০৯/২০১৭ইং তারিখে একই থানায় সোলায়মানের বিরুদ্ধে একটি জিডি করে, যাহার নং-৫৮৯। জিডি’র তদন্তকারী কর্মকর্তা এ.এস.আই সিরাজও তদন্তে আলোর কোন মুখ দেখাতে পারেননি। বর্তমানে প্রতারক সোলায়মানের হুমকিতে সাবেক সেনাসদস্য চুন্নু কাজী ও তার পরিবার চরম আতংকগ্রস্থ ও নিরাপত্তাহীনতায় ভুগিতেছে। অপরাধ বিচিত্রার আগামী সংখ্যায় এস.আই কামরুজ্জামানের একটি ভয়ংকর তথ্য ও প্রতারক সোলায়মানের নানা অপকর্ম প্রকাশিত হইবে।…চলবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twenty − one =