শিক্ষা, শ্রম, বন ও পরিবেশ রক্ষা সোসাইটির উদ্দোগে জাতীয় প্রেসক্লাব এর সামনে মানব বন্ধন অনুষ্ঠিত

0
750

বেলায়েত হোসেনঃ

চট্টগ্রামের নুরুল আফছার আনছারীকেগ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাড় করানোর দাবীতে জাতীয় প্রেসক্লাব এর সামনে আজ ০৮/০১/২০১৮ তারিখ রোজ সোমবার সকাল ১০ ঘটিকায় মানব বন্ধনে আয়োজন করেন শিক্ষা, শ্রম, বন ও পরিবেশ রক্ষা সোসাইটি। মানব বন্ধনে আনছারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রীকে কটুক্তি করে তার নিজ ফেইসবুক পেইজে সংবাদ প্রকাশ করে। এর প্রতিবাদে চট্টগ্রাম এর পাচগাও থানা ও কোতোয়ালী থানাসহ দেশের বিভিন্ন জেলায় তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়। সকল মামলায় তার নসমে গ্রেপ্তারী পরোয়ানা থাকলেও অদ্যবধি তাকে গ্রেপ্তার করে আদালতের কাঠগড়ায় দাড় করানো হয় নি। মানব বন্ধনে বক্তরা বলেন, চট্টগ্রামের অপরাধ জগতের গড-ফাদার নুরুল আফছার আনছারীর বিরুদ্ধে শিশু ও নারী পাচার আইনে নারী নির্যাতন আইনে প্রতারণার বিষয় বিভিন্ন আদালতে প্রায় ডজন খানেক মামলা। তথ্য প্রযুক্তি আইনে মামলা রয়েছে চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায়। গ্রেপ্তারীওও রয়েছে বিভিন্ন থানার আনেক মামলায়। এত কিছুর পরেও বহাল তবিলতেই আছেন আনছারী। সে কখনো উকিল, কখনো ডাক্তার, কখনো মানবাধিকার সংস্থার পরিচয় দিয়ে সর্বশান্ত করে দিয়েছে আনেক মানুষকে। মানব বন্ধনে বক্তব্য রাখেন সংস্থার চেয়ারম্যান, রিয়াজ উদ্দিন রানা, আজগর আলী মানিক, এস এম মোরশেদ ও আবদুল বাতেন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

11 + four =