আরো এক এসআইসহ ৪জন ক্লোজড

10
702

ঝিনাইদহ মহেশপুর থানা পুলিশের আরো এক এসআইসহ ৪ পুলিশকে ক্লোজড করা হয়েছে। সড়কে নৈশ কোচে ডাকাতির ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে মঙ্গলবার তাদের ঝিনাইদহ পুলিশ লাইনস এ ক্লোজড করা হয়। ক্লোজকৃতরা হলেন, মহেশপুর থানার এসআই আনিছুর রহমান,

কনস্টেবল আব্দুল গাফ্ফার, আসাদুল হক ও ইমরান হোসেন। এ নিয়ে গত দুই দিনে দুই এসআইসহ ৮ পুলিশকে ক্লোজ করা হলো। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গত ৪ঠা জানুয়ারি মহেশপুরের পুরোন্দরপুর-বজরাপুর সড়কে নৈশ কোচে ডাকাতি হয়। এ সময় ওই এলাকায় এসআই আনিছুর রহমানসহ চার পুলিশ দায়িত্বরত ছিলেন। তাদের দায়িত্বপুর্ন এলাকায় ডাকাতি হওয়ার কারণে কর্তব্যে অবহেলার দায়ে তাদের ক্লোজ করা হয়েছে। উল্লেখ সোমবার মহেশপুর থানার এস.আই নাজমুল হক, কনস্টেবল মনিরুজ্জামান, এইচ এম এরশাদ ও ওলিয়ার রহমানকেও প্রশাসনিক কারণ দেখিয়ে ক্লোজ করা হয়। বড় ধরণের সোনা কেলেঙ্কারির ঘটনার সঙ্গে ক্লোজকৃত পুলিশ সদস্যরা জড়িত থাকতে পারে এমন গুজব ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, গত বৃহস্পতিবার মধ্যরাতে মহেশপুরের পুরোন্দরপুর নামক স্থানে সোনারতরী পরিবহনে অভিযান চালিয়ে পুলিশ পরিচয়ে সাদা পোশাকে কতিপয় ব্যক্তি ৬৫ পিস সোনার বার উদ্ধার করে। বিষয়টি জানাজানি হওয়ার পর নড়েচড়ে বসে জেলা পুলিশ। এদিকে দুই দিনে মহেশপুর থানার ২ এসআইসহ ৮ পুলিশকে ক্লোজ করার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 + three =