সয়াবিনের দরপতন অব্যাহত সিবিওটিতে

0
823

যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) কৃষিপণ্যের দামে মিশ্র প্রবণতা দেখা গেছে। তিনদিন ধরে সিবিওটিতে সয়াবিনের দামে নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে। তবে গতকাল গম ও ভুট্টার দাম আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে। খবর এগ্রিমানি ও সিনহুয়া। সিবিওটিতে গতকাল

ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল (৬০ পাউন্ড) সয়াবিন বিক্রি হয় ৯ ডলার ৬২ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ কম। সোমবার থেকে সিবিওটিতে সয়াবিনের দাম কমতে শুরু করে। এরপর তিনদিনে কৃষিপণ্যটির দাম প্রায় ১ শতাংশ কমেছে। তবে ভিন্ন চিত্র দেখা গেছে, গম ও ভুট্টার দামে। গতকাল ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল গম বিক্রি হয় ৪ ডলার ৩২ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ বেশি। অন্যদিকে ভুট্টার দাম আগের দিনের তুলনায় দশমিক ৫ শতাংশ বেড়েছে। দিন শেষে সিবিওটিতে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল ভুট্টা বিক্রি হয় ৩ ডলার ৪৮ সেন্টে। সয়াবিন উৎপাদনকারীর তালিকায় ব্রাজিলের অবস্থান বিশ্বে দ্বিতীয়। ২০১৭-১৮ মৌসুমে দেশটিতে ১১ কোটি ১৮ লাখ টন সয়াবিন উতপাদন হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ), যা প্রতিষ্ঠানটির আগের প্রাক্কলনের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ বেশি। মূলত ব্রাজিলের সয়াবিন উৎপাদনকারী অঞ্চলগুলোয় বিদ্যমান বৈরী আবহাওয়া অনেকটা স্বাভাবিক হয়ে আসায় পণ্যটির উতপাদন প্রাক্কলন বাড়িয়েছে ইউএসডিএ। এর জের ধরে আন্তর্জাতিক বাজারে সয়াবিনের সরবরাহ বাড়বে বলে মনে করা হচ্ছে। এ সম্ভাবনা থেকে সিবিওটিতে সয়াবিনের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। একই সঙ্গে শীর্ষ উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্রে মজুদ বৃদ্ধির খবরও সয়াবিনের বাজারে মন্দাভাবের পেছনে ভূমিকা রেখেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fifteen − eleven =