ঢাকা ত্যাগ করেছেন মাওলানা সাদ

0
731

বিতর্কিত বক্তব্যের জেরে তাবলিগ জামাতের একাংশের বিরোধিতার মুখে কেন্দ্রীয় শুরা সদস্য দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ কান্ধালভির টঙ্গীর বিশ্ব ইজতেমায় যোগ না দেয়ার সিদ্ধান্ত এসেছিল গতকালই। এর একদিন পর আজ শনিবার নিজ দেশ ভারতে ফিরে গেলেন তিনি।

 

শনিবার দুপুর ১২টার দিকে জেট এয়ারওয়েজের একটি উড়োজাহাজে করে তিনি ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন। গত তিন বছর ধরে বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত পরিচালনা করে আসছেন মাওলানা সাদ কান্ধালভি।এবছরও ইজতেমায় যোগ দিতে গত ১০ জানুয়ারি বাংলাদেশে আসেন মাওলানা সাদ। সম্প্রতি তার কিছু বক্তব্যের জেরে বিভক্তি দেখা দেয়া ইসলাম প্রচারক এই সংঘটির মধ্যে। এক পর্যায়ে মাওলানা সাদকে বিশ্ব ইজতেমায় অংশ নেয়া থেকে বিরত রাখতে আন্দোলনে নামে একটি অংশ।এ নিয়ে আন্দোলন বিক্ষোভে রূপ নিলে ১১ জানুয়ারি বিবদমান দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুই ঘণ্টার বৈঠক শেষে সিদ্ধান্ত হয় মাওলানা সাদ ইজতেমায় অংশ নেওয়া থেকে বিরত থাকবেন এবং ‘সুবিধাজনক সময়ে’ তিনি বাংলাদেশ ছেড়ে যাবে

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

thirteen − twelve =