বাধা নেই ফোর জির দরপত্রে

0
657

মোবাইল ফোনে চতুর্থ প্রজন্মের (ফোর জি) সেবার দরপত্র এবং তরঙ্গ নিলামে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) জারি করা বিজ্ঞপ্তির হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। রোববার (১৪ জানুয়ারি) আপিল বিভাগ ওই বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে  এ আদেশ দেন।

দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। বিজ্ঞপ্তি অনুসারে আজ (১৪ জানুয়ারি) লাইসেন্সের জন্য প্রস্তাব জমা দেয়ার শেষ দিন। আইনজীবীরা জানিয়েছেন, আপিল বিভাগের আদেশের ফলে পরবর্তী কার্যক্রম পরিচালনায় আইনগত কোনো বাধা নেই। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতে বিটিআরসির পক্ষে শুনানি করেন। অন্যদিকে, আইনজীবী রোকন উদ্দীন মাহমুদ ও রমজান আলী শিকদার রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন। উল্লেখ্য, ২০১৭ সালের ৪ ডিসেম্বর বিটিআরসি ফোরজি সেলুলার মোবাইল ফোন সার্ভিসের লাইসেন্সের জন্য প্রস্তাব আহ্বান করে বিজ্ঞপ্তি দেয়। ১০ জানুয়ারি বাংলা লায়ন কমিউনিকেশনস লিমিটেড যার বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করে। একদিন পরই হাইকোর্ট রুল দিয়ে ওই বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে। বিটিআরসি সেদিন বিকেলে হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে। শুনানি নিয়ে ১১ জানুয়ারি চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করে বিটিআরসির করা আবেদনটি ১৪ জানুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।  এর ধারাবাহিকতায় আজ (১৪ জানুয়ারি) শুনানির পরে আদালত এই আদেশ দেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 × one =