পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রীর

0
758

নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। যুগান্তকারী নির্বাচনের মাত্র দুই মাস পর তিনি পদত্যাগ করলেন।প্রধানমন্ত্রী হিসেবে দেউবা মাত্র আট মাস দায়িত্ব পালন করেন। খবর বার্তা সংস্থা এএফপির।‍

 

শের বাহাদুর দেউবার পদত্যাগের কয়েক ঘন্টা পর দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি কমিউনিস্ট পার্টির নেতা কে পি শর্মা ওলিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

শের বাহাদুর দেউবার তত্ত্বাবধানে ও নতুন সংবিধানের অধীনে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে কমিউনিস্ট জোট যুগান্তকারী বিজয় পায়। নেপালকে হিন্দু রাজতন্ত্র থেকে একটি গণতান্ত্রিক কাঠামোতে নিয়ে আসতেই নতুন সংবিধানটি প্রণীত হয়।

মাওবাদীদের বিদ্রোহীদের তৎপরতা বন্ধে করা চুক্তির অংশ হিসেবে গত ১১ বছর আগে নতুন সংবিধানের কাজ শুরু হয়। কিন্তু বিভিন্ন দলের মধ্যে মতানৈক্যের কারণে এ কাজে বিলম্ব ঘটে।

দেউবা টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, ‘আমার প্রধান দায়িত্ব ছিল নতুন সংবিধানের অধীনে তিন ধাপে নির্বাচনের আয়োজন করা।’

তিনি আরো বলেন, ‘আমার দায়িত্ব সম্পন্ন হয়েছে। তাই পদত্যাগ করছি।’

গত বছরের নির্বাচনে কমিউনিস্ট পার্টি ও মাওবাদীদের জোট দেউবার নেপালী কংগ্রেস পার্টিকে পরাজিত করে।

অপরাধ বিচিত্রা/১৫.০২.২০১৮

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × 2 =