কিশোরের দাবি, এটাই প্রথম নয়,

0
708

ইন্দোনেশিয়ার ১৪ বছরের এক কিশোর স্থানীয় একটি হাসপাতালে দুটি ডিম পেড়েছে। তবে ওই কিশোরের দাবি, এটাই প্রথম নয়, গত দুই বছরে সে আরো ১৮টি ডিম পেড়েছে। মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম এশিয়ান করেসপনডেন্ট এ তথ্য জানিয়েছে। ওই কিশোরের নাম আকমল রুসিল। সে সাউথ সুলাওয়েসি প্রদেশের কাবুপাতেন গোয়া গ্রামের বাসিন্দা। বাবা জানিয়েছেন, আকমল পেটব্যাথায় ভুগছিল। ব্যাথার মাত্রা বেড়ে যাওয়ায় তাকে সায়েচ ইউসুফ সুংগুমিনাসা হাসপাতালে নিয়ে আসা হয়।

চিকিৎসরা্ এক্সরে করে তার পেটের ভেতরে দুটি মুরগির ডিমের মতো বস্তু দেখতে পায়। পরে তার পায়ু পথে অপারেশন করে সেগুলো বের করে আনা হয়। আকমল অবশ্য দাবি করেছে, মুরগির মতো ডিম পাড়ার প্রাকৃতিক ক্ষমতা তার আছে। গত দুই বছরে সে ২০টি ডিম পেড়েছে। আকমলের বাবা বলেন, ‘আমি প্রথম ডিমটি ভেঙ্গে দেখেছি এর ভেতরের উপাদানগুলো হলুদ; সাদা কোনো কিছু এর ভেতরে ছিল না। এক মাস পর আরেকটি ডিম ভেঙ্গেছি, যার ভেতরটা ছিল সাদা; কোনো হলুদ উপাদান ছিল না।’ হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ তাসলিম বলেছেন, ‘আমাদের সন্দেহ আকমলের পায়ুপথ দিয়ে এগুলো ইচ্ছাকৃতভাবে প্রবেশ করানো হয়েছে। তবে আমরা এ ধরণের কোনো কিছু পাইনি।’ তিনি বলেন, ‘বৈজ্ঞানিকভাবে মানুষের দেহের ভেতরে মুরগির ডিম সৃষ্টি হতে পারে না। এটা অসম্ভব, বিশেষ করে হজম প্রক্রিয়ার ভেতরে।’

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 + 7 =