পাকিস্তানের পথে দেশ ছাড়লেন তামিম ইকবাল

0
982

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসরে এরই মধ্যে যোগ দিয়েছেন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান সাব্বির রহমান

 

আঙুলের চোটে সাকিব আল হাসান খেলতে না পারায় কপাল খুলেছে সাব্বিরের তবে তাদের সাথে যেতে পারেননি তামিম ইকবাল

স্ত্রী আয়েশা সিদ্দিকা ছেলে আরহাম খান ভিসা পেয়ে গেলেও আটকে গিয়েছেলেন তামিম। অবশেষে ভিসা জটিলতা শেষ করে বুধবার রাতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছেন এই বাঁহাতি ওপেনার।  বৃহস্পতিবার শুরু হচ্ছে আসরটি। উদ্বোধনী ম্যাচে মুলতান সুলতানসের মুখোমুখি হবে তামিমের দল পেশোয়ার জালমি। এই ম্যাচেই মাঠে নামার সম্ভাবনা রয়েছে তামিমের। ম্যাচটি স্থানীয় সময় রাত ১০টায় শুরু হবে।

একই দলের হয়ে খেলার কথা ছিল সাকিবেরও। কিন্তু তার ইনজুরিতে বাংলাদেশ থেকে ডাক পেয়েছেন মারমুখী ব্যাটসম্যান সাব্বির। সাব্বিরের পিএসএলে খেলার ব্যাপারটি অনেকটাই গোপনে ছিল। তবে বিমানবন্দরে মাহমুদউল্লাহ মুস্তাফিজের সাথে সাব্বিরের ছবি প্রকাশের পরই জানা যায় তার পিএসএল অন্তর্ভুক্তির কথা

পিএসএলে মাহমুদউল্লাহর দল কোয়েটা গ্ল্যাডিয়েটরস, আর মুস্তাফিজ খেলবেন লাহোর কালান্দার্সে। যদিও বাংলাদেশের ক্রিকেটাররা পিএসএলের পুরো আসর খেলতে পারবেন না কারণ মার্চ নিধাস ট্রফি খেলতে জাতীয় দলের সাথে তাদের যোগ দিতে হবে শ্রীলঙ্কায়। সে টুর্নামেন্ট শেষ হবে ১৮ মার্চ। এরপর আবার পিএসএল খেলতে পারবেন তারা

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × 2 =