ছাতকে পিকআপও ৩টি গরুসহ ৩ চোর আটক

0
668

ছাতকে  নিয়ে যাবার পথে টহলরত হাইওয়ে পুলিশের হাতে ৩জন চোর, বহনকারি পিকআপসহ ৩টি চুরির গরু আটক করা হয়েছে।

 

হাইওয়ে পুলিশের একটি দায়িত্বশীল সুত্রে জানা যায়, সোমবার (১৯ফেব্রুয়ারি) রাতে একটি সংঘবদ্ধ পেশাদার চোরচক্র দোলারবাজার ইউনিয়নের উত্তর কুর্শি গ্রামের দুলু মিয়ার গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৩টি গরু চুরি করে নিয়ে যায়। পরে চুরির গরু একটি পিকআপে তুলে সিলেটে পাচারের সময় মঙ্গলবার (২০ফেব্রুয়ারি) ভোরে সিলেট-সুনামগঞ্জ সড়কের বদিরগাঁও (ধারণ) এলাকায় পৌছলে টহলরত হাইওয়ে পুলিশ পিকআপ (নং ঢাকা মেট্রো-ন ১৬-৩১৬১) ও চুরির ৩টি গরুসহ ৩চোরকে আটক করে থানায় সোপর্দ করেন।

আটককৃতরা হচ্ছে, উপজেলার কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামের মৃত মজম্মিল আলীর পুত্র ওয়ারিছ আলী (৪০), গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সুহিতপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র তৈয়বুর রহমান (৩০) ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের হাকিম আলীর পুত্র আলি নুর (৩৫)। জয়কলস (বদিরগাঁও) হাইওয়ে পুলিশের এটিএসআই নাজমুল হক রুনুর নেতৃত্বে কনস্টেবল শাহরিয়ার নুমান, নাসির হোসেন, আব্দুল কাইয়ুম ও অসিম দাসের নেতৃত্বে টহল পুলিশ এ অভিযানে অংশষ নেয়। আটকৃত ওয়ারিছ আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতি ও হত্যাসহ মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে অন্যান্যদের বিরুদ্ধে থানায় মামলা না হলেও তারা পেশাদার হিসেবে ্লাকায় পরিচিত বলে পুলিশ দাবি করছে। ছাতক থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক সফিকুল ইসলাম জানান, আটকের পর মালামালসহ চোরদের থানায় সোপর্দ করা হয়েছে। থানা অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × 1 =