সূচকের সামান্য উত্থান, কমেছে লেনদেন

0
942

সূচকের সামান্য উত্থান, কমেছে লেনদেন

 

২৪ ঘন্টা খবর: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। একই চিত্র ছিল অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। দিনশেষে ডিএসইর প্রধান সূচক (ডিএসইএক্স) বেড়েছে ১.৬১ পয়েন্ট। দিনশেষে সূচক দাঁড়িয়েছে ৪৬৪৯.২৮ পয়েন্টে। লেনদেনে অংশ নেওয়া ৩১৫টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ১২৩টির ও অপরিবর্তিত রয়েছে ৩৪টির। এদিন লেনদেন হয়েছে ৩২৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। বৃহস্পতিবারের তুলনায় লেনদেন কম হয়েছে ৩০ কোটি ৪৭ লাখ টাকা। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো- আমান ফিড, সিভিও পেট্রোক্যামিকেল, কেডিএস এক্সেসরিজ, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড এয়ার, মিরাকল ইন্ডাস্ট্রিজ, সি অ্যান্ড এ টেক্সটাইল, শাহজিবাজার পাওয়ার, ইফাদ অটোস ও বিএসআরএম স্টিল। দিনশেষে অপর শেয়ারাবাজার সিএসইর সার্বিক সূচক ১.৩৪ পয়েন্ট বেড়ে ১৪১৯৮.৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 × five =