পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ : তোফায়েল

0
1139

২৪ ঘন্টা খবর :‘যারা অর্থনীতি আর রাজনীতিতে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতে পারেনি তারা এখন আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতে তাজিয়া মিছিলের মতো একটি ধর্মীয় অনুষ্ঠানে বোমা হামলা চালিয়েছে’—এমন অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘বাংলাদেশ এখন মাথা উচুঁ করে এগিয়ে যাচ্ছে। সকল খাতে আশপাশের অন্যান্য দেশের চেয়ে এগিয়ে রয়েছে। অর্থনৈতিকভাবে পাকিস্তান এবং সামাজিকভাবে ভারতের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। নারীর ক্ষমতায়নের জন্যও পুরস্কার পাচ্ছে দেশ।’ চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে রবিবার বিকেলে নবম আন্তর্জাতিক উইমেন্স এসএমই এক্সপো বাংলাদেশ-২০১৫’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামরুন মালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং মহিলা সংসদ সদস্য ওয়াসেকা আয়েশা খান এমপি। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘আশুরার মিছিলে একজনকে মেরে, পঞ্চাশ-ষাটজনকে আহত করা হয়েছে। দুই বিদেশীকে মারা হয়েছে, যারা আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়েছে, যারা রাজনীতিকে বাধাগ্রস্ত করতে পারেনি, অর্থনীতিকে বাধাগ্রস্ত করতে পারেনি, তারা দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে, কিন্তু কোনো ষড়যন্ত্রই আমাদের অগ্রগতিকে ব্যাহত করতে পারবে না।’ উইমেন্স এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী ঘোষণা দেন, বিদেশে রফতানির জন্য মহিলা উদ্যোক্তাদের পাঁচ লাখ টাকা পর্যন্ত ছয় শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। এ ছাড়া বিদেশের কোনো মেলায় অংশ নিলে ৫০ শতাংশ পর্যন্ত খরচ রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বহন করবে। এর আগে, রবিবার বিকেল ৩টার দিকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রদীপ জ্বালানোর মাধ্যমে মাসব্যাপী মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামরুন মালেক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুস ছালাম, এফবিসিসিআই’র পরিচালক মনোয়ারা হাকিম আলী, বিজিএমই’র প্রথম সহ-সভাপতি মঈনুদ্দিন মিন্টু, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মিজানুর রহমান জোতদার প্রমুখ। পরে মন্ত্রীসহ অতিথিরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

13 − nine =