Site icon Aparadh Bichitra

ফ্রান্সে রাসায়নিক হামলার আশঙ্কা

ফ্রান্সে সন্ত্রাসী গোষ্ঠী রাসায়নিক হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়াল ভালস। বৃহস্পতিবার জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধির ব্যাপারে এক বৈঠকে তিনি এ আশঙ্কার কথা জানান। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রী ভালস বলেন, আমাদের কোনো ধরনের ঝুঁকির সম্ভাবনাই উড়িয়ে দেয়া উচিত নয়। কারণ ফ্রান্সের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের ঝুঁকিও রয়েছে।
ভালস আর বলেন, সন্ত্রাসীরা ফ্রান্সে হামলা করেছে, ইরাক বা সিরিয়ায় যা হচ্ছে তার জন্য নয়। যা করা হয়েছে তার জন্য। সন্ত্রাসীরা যেভাবে তৎপরতা চালাচ্ছে, হামলা করছে, হত্যাকাণ্ড ঘটাচ্ছে, এটা নতুন।
ফ্রান্সে সন্ত্রাসীরা রাসায়নিক বা জীবাণু হামলা করতে পারে বলে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়াল ভলস।
শুক্রবার ফ্রান্সের প্যারিসে ছয়টি স্থানে ভয়াবহ হামলায় ১২৯ জন নিহত হয়। এর পর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়।