দিনাজপুরে শীতের তীব্রতা বৃদ্ধিতে জনগণ বিপাকে

240
2198

দিনাজপুরে শীতের তীব্রতা
বৃদ্ধিতে জনগণ বিপাকে

লায়ন ইসলাম বাবু (দিনাজপুর)
গত তিন দিন ধরে দিনাজপুরে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। উওর-পশ্চিমের হিমেল বাতাসের সংঙ্গে ঘন কুয়াশায় ঢাকা পথ-ঘাট কনকনে ঠান্ডায় সাধারন মানুষের জীবন যাএা বিপাকে পড়েছে। নতুন বছরের শুরুতে প্রথম সাপ্তাহের পর আরেক দফা তীব্র শীত শুরু হয়েছে। এবার শীত ঋতুর মাসের শুরুতে তেমন শীত দেখা না মিললেও মাঘ মাসের শীতের ত্রীবতা বেড়েছে। শুক্রবার থেকে এখনো দিনাজপুরের আকাশ কুয়াশা চাঁদরে ঢাকা এবং আকাশ মেঘাছন্ন। কোথাও সৃর্যের দেখা মিলেছে না। সকল যানবাহন অনেক বেলা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। তীব্র শীতের কারনে হাট-বাজার, রাস্তা-ঘাটে মানুষের উপস্থিতি কম লক্ষ করা যাচ্ছে। এ দিকে তীব্র শীতের কারনে দিন মজুর শ্রমিকদের জীবন জীবিকা থমকে গেছে। তাছাড়া সরকারি ভাবে ছিন্নমুল মানুষের মাঝে শীতের কাপড় বিতরন পুরোপুরি ভাবে এখনো শুরু হয়নি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

20 − 9 =