চান্দিনার প্রতারক সোহেলকে খুঁজছে চট্টগ্রাম পুলিশ

0
1059

স্টাফ রিপোর্টার
চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের তেতৈয়া গ্রামের আব্দুল খালেক মাস্টারের পুত্র সোহেল রানা। সে দীর্ঘদিন চট্টগ্রাম শহরের আগ্রাবাদ সিডিএ ২০ নাম্বারের লোহারপুল এলাকায় টেইলারিং এবং থান কাপড়ের ব্যবসা করে আসছিল। কাটা কাপড়ের চট্টগ্রামের একমাত্র এলাকা হলো টেরিবাজার। প্রতারক সোহেল রানা টেরিবাজারের কয়েকটি দোকানের সাথে লেনদেন করার সুবাদে প্রায় ১৫ লক্ষ টাকার কাপড় বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে বাকীতে নিয়ে যায়। সোহেল রানা চট্টগ্রামে যে দোকানটি ভাড়া নিয়ে লোহারপুল এলাকায় ব্যবসা করতো সেই দোকানের মালিক ভাড়া বাবদ প্রায় লক্ষ টাকা পাওনা রহিয়াছে। আগ্রাবাদ লোহারপুল এলাকার গার্মেন্সে চাকুরীরত কযেকজন মেয়ের নিকট হতে ১৫/২০ হাজার টাকা করে লাভের আশ্বাস দিয়ে দ্বার নেয়। প্রতারক সোহেল রানা চট্টগ্রাম টেরিবাজারের ব্যবসায়ীদের পাওনা প্রায় ১৫ লক্ষ টাকা দোকান ভাড়ার প্রায় লক্ষ টাকা এবং খেটে খাওয়া গার্মেন্সের মেয়েদের থেকে দ্বার নেয়া ৫০/৬০ হাজার টাকা পরিশোধ না করে রাতের আঁধারে কাউকে না জানিয়ে পারিয়ে যায়। একটি সূত্রে জানা যায়-সোহেল রানা চান্দিনায় আতœগোপন করে আছে। টেরিবাজারের কয়েক জন ব্যবসায়ী কুমিল্লার চান্দিনা উপজেলার তেতৈয়া গ্রামে সোহেলের খোঁজে আসলে তাকে না পেয়ে তার বাবা আব্দুল খালেক মাস্টারের সাথে দেখা করলে তিনি তাদের সাথে দূব্যবহার করেন এবং এই বলে হুমকি দেন যে পাওনা টাকার জন্য যাতে আর কখনো এখানে না আসে। ওই এলাকার চেয়ারম্যানের সাথে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে মোবাইলে পাওয়া যায়নি। উল্লেখ্য, চান্দিনার কুখ্যাত প্রতারক সোহালের কোন হদিছ পেলে নিম্নœ ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলঃ মোঃ বেলাল হোসাইন, টেরি বাজার, চট্টগ্রাম। ফোনঃ ০১৭১২ ০১২০১৯।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four + 2 =