চট্টগ্রামে এক ব্যবসায়ীর ৫ কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ উল্টো প্রাণনাশের হুমকী প্রশাসনের হস্তক্ষেপ জরুরী

0
1005

চট্টগ্রাম প্রতিনিধিঃ নগরীর ফিসারীঘাটস্থ মৎস্যবাজারের এক মাছ ব্যবসায়ীর ৫ কোটি ২০ লক্ষ টাকা আত্মসাৎ করে বর্তমানে তাকে প্রাণনাশের হুমকী দিচ্ছে মর্মে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, কর্ণফুলী থানার চর পাথরঘাটা এলাকার স্থানীয় বাসিন্ধা মাছ ব্যবসায়ী মেসার্স খাজা ফিস এন্ড কোল্ড ষ্টোরের মালিক আকতারুজ্জামান তার একই এলাকার বাসিন্ধা মামাত ভাই মোঃ জামালকে ব্যবসায়ীক অংশীদার হিসেবে নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে শুটকি ও কাঁচা মাছের ব্যবসা করে আসছিল। ব্যবসায়ীক সুবাদে জামালের সাথে সুসম্পর্ক গড়ে ওঠায় এক পর্যায়ে আকতারুজ্জামান জামালকে ব্যবসার যাবতীয় বিষয় দেখাশুনা এমকি পরিচালনার দায়িত্বভার অর্পণ করে। আকতারুজ্জামানের অভিযোগ, তার ব্যবসায়ে লাভসহ  বিনিয়োগকৃত মূলধন আনুমানিক হিসেবে ৫ কোটি ২০ লক্ষ টাকা কৌশলে হাতিয়ে নিয়ে পালিয়ে যান ওই জামাল। টাকা হারিয়ে ওই ব্যবসায়ী মানবেতর জীবনযাপন করছে। আত্মসাতকৃত টাকা উদ্ধারে সে পুলিশের মহাপরিদর্শক সহ ডিআইজি, পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দেন। অপরদিকে টাকা আত্মসাতকারী জামাল তার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ তুলে নিতে বাদীকে নানাভাবে হুমকিধুমকী দিচ্ছে। যে কোন সময় তাকে হত্যা করবে বলে প্রাণনাশের হুমকী দিচ্ছে। অসহায় আকতারুজ্জামান বর্তমানে পরিবার পরিজন নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায়  ভোগছে। হুমকীর বিষয়ে নিরুপায় হয়ে ওই ব্যবসায়ী চট্টগ্রাম মূখ্য মহানগর হাকিম আদালতে সাধারণ ডায়রী ৮৯/১৬ দায়ের করেন। আকতারুজ্জামান তার টাকা উদ্ধার পূর্বক আত্মসাতকারী জামালকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

seventeen + nine =