Site icon Aparadh Bichitra

বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসব উৎসবে অংশ নেয়ায় আমি আনন্দিত -রাহুল শর্মা

রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসবে অংশ নিতে পেরে বেশ উচ্ছ্বসিত ভারতীয় শাস্ত্রীয় যন্ত্রশিল্পী রাহুল শর্মা সন্তুরবাদক। উৎসবের দ্বিতীয়দিন মঞ্চে উঠেই তিনি দর্শক-শ্রোতাদের উদ্দেশে নিজের অনুভূতি জানিয়ে বলেন, ‘এমন আয়োজনে অংশ নিতে পেরে সত্যি আমি বেশ আনন্দিত। বিশেষ করে বাংলাদেশের মানুষের মধ্যে যে সঙ্গীতপ্রেম, এটা আমাকে বেশ মুগ্ধ করেছে। বারে বারে ফিরে আসতে চাই এমন দেশে, এমন আয়োজনে।’ রাহুল শর্মার জন্ম ১৯৭২ সালের ২৫ সেপ্টেম্বর ভারতের মুম্বাইতে। শাস্ত্রীয় সঙ্গীতের পারিবারিক আবহে তিনি বেড়ে ওঠেন। তার ঠাকুরদা উমা দত্ত শর্মা ছিলেন সন্তুরের শিক্ষক। কণ্ঠসঙ্গীতে ও সন্তুরবাদনে তার হাতেখড়ি বাবা প্রবাদপ্রতিম সঙ্গীতবেত্তা পণ্ডিত শিবকুমার শর্মার কাছে। তেরো বছর বয়সে তার সন্তুরে হাতেখড়ি। তিনি রিচার্ড ক্লেডারম্যান ও কার্সি লর্ডসহ খ্যাতিসম্পন্ন বহু গায়ক ও বাদকের সঙ্গে একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন। আন্তর্জাতিক সঙ্গীত উৎসব ‘উওম্যাড’ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ কনসার্ট ও উৎসবে রাহুল অংশগ্রহণ করেন। এ পর্যন্ত তার বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। তিনি মুম্বাই মিথিবাই কলেজ থেকে অর্থনীতিতে পড়াশোনা করেন। রাহুল ইতিমধ্যে কয়েকটি ভারতীয় সিনেমার সঙ্গীত পরিচালনা করেন। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন ২০০২ সালে জি বলিউড সঙ্গীত পুরস্কার। আমেরিকার সেক্সোপোনিস্ট কেনিজ থেকে গ্রেমি অ্যাওয়ার্ড পান। তবে শিল্পীর মূল আগ্রহ ধ্রুপদী সঙ্গীত এবং নিরীক্ষাধর্মী সঙ্গীত রচনার প্রতি।