যে কারণে পেছাল নওশীনের ‘মুখোশ মানুষ’ [ভিডিও]

0
912

মুক্তির তারিখ ঘোষণার পর এবার পিছিয়ে গেল ইয়াসির আরাফাত জুয়েলের পরিচালিত ছবি ‘মুখোশ মানুষ’।

এর আগে ছবিটি চলতি বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে মুক্তি দেয়ার ঘোষণা দেয়া হয়।

এ জন্য ছবির ট্রেলার প্রকাশসহ প্রচার-প্রচারণাও শুরু করেছিল প্রযোজনা প্রতিষ্ঠান। কিন্তু শেষ অব্দি ঘোষিত তারিখে মুক্তি দিতে পারছেন না। নতুন তারিখ ঘোষণা করা হয়েছে ৩০ ডিসেম্বর।

এ প্রসঙ্গে পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল বলেন, ‘বিজয় দিবসে মুক্তিযুদ্ধভিত্তিক অন্যান্য ছবি মুক্তি পাবে। আমাদের ছবিটি একটি ক্রাইম থ্রিলার। তাই মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন হলেও উপযুক্ত সময়ের জন্য মুক্তি পিছিয়ে নিলাম।’

তবে ৩০ ডিসেম্বর মুক্তির তারিখ আর পেছানো হবে না বলে জানিয়েছেন নির্মাতা।

মুখোশ মানুষ ছবিতে অভিনয় করেছেন আদনান ফারুক হিল্লোল, নওশীন নাহরীন, কল্যাণ কোরাইয়া, লামিয়া মিমো, প্রসূন আজাদ, রাইজা রশিদ বড়দা মিঠু প্রমুখ।

আহাদুর রহমানের কাহিনী ও সংলাপে ছবিটির চিত্রনাট্য লিখেছেন নির্মাতা জুয়েল। সঙ্গীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ ও আহম্মেদ হুমায়ূন।

ছবিটি মুক্তির জন্য ইতিমধ্যে ভালো পরিবেশ সম্পন্ন ২৫টি সিনেমাহল নির্ধারণ করা হয়েছে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, ইন্টারনেট মাধ্যমে এ ছবিটির টিজার প্রকাশের সঙ্গে সঙ্গে বিতর্ক উঠেছিল, ছবিতে নওশীনের বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য রয়েছে। যা দৃষ্ঠিকটু।

এ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হলে বিষয়টি নওশীনের নজরে আসে এবং তিনি এর ব্যাখ্যাও দিয়েছেন।

তিনি বলেন, ‘ছবিতে মোটেও বিতর্কিত কিছু নেই। যেহেতু সাইবার ক্রাইম নিয়ে তৈরি হয়েছে ছবিটি, তাই গল্পের প্রয়োজনে কিছু দৃশ্য রয়েছে, যেটা মোটেও অশ্লীল বা অশালীন নয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × five =