Site icon Aparadh Bichitra

চট্টগ্রাম আদালতে একটি মামলার নথির হদিস পাওয়া যায়নি

চট্টগ্রামের মাননীয় চীফ মেট্রোপলিটন মেজিষ্ট্রেট আদালত চট্টগ্রামে সি.আর মামলা নং-১৭৬/১২ মামলাটি গত ২৫/০৬/২০১২ইং সালে বিজ্ঞ আইনজীবি জুলফিকার আলী ভুট্টু বাদী এম. জামাল উদ্দিনের পক্ষে দাখিল করেছেন। দায়েরকৃত মামলাটির আট জন স্বাক্ষী থাকলেও চার জন স্বাক্ষীর জবানবন্দী গ্রহন করেন আদালত, বাকী চার জন স্বাক্ষীকে আদালতে হাজির হওয়ার নোটিশ পর্যন্তও প্রদান করা হয়নি। এই মামলাটি পুনরায় চালু করার লক্ষ্যে সার্টিফিকেট ও আদেশ কপি সংগ্রহ করতে গেলে এই মামলাটির নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। মামলা সূত্রে জানা যায়, মামলার বিবাদী দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, প্রকাশক মাহফুজ এনাম আট জন বিবাদী ছিলেন। মামলাটির মুল ঘটনা সাপ্তাহিক আলোকিত চট্টগ্রাম নাম জালিয়াতি করিয়া দৈনিক প্রথম আলো কর্তৃপক্ষ ২০০০ সাল থেকে ২০১৪সাল পর্যন্ত অবৈধভাবে প্রায় ৫০ কোটি টাকার বিজ্ঞাপন হাতিয়ে নিয়েছে। অবশেষে নথি গায়েব এবং পুনরায় ঘটনা তদন্তে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম অফিসে সাপ্তাহিক আলোকিত চট্টগ্রাম প্রকাশক ও সম্পাদক এম. জামাল উদ্দিন একটি অভিযোগ জমা দিয়েছেন।