দুদক’র হস্তক্ষেপ কামনা চট্টগ্রামের আলোচিত প্রতারক নুরুল আবছার আনসারী শূণ্য থেকে কোটিপতি

0
1120

অপরাধ বিচিত্রা ডেস্ক ঃ
চট্টগ্রামের আলোচিত প্রতারক ও মামলাবাজ নুরুল আবছার আনসারী শূণ্য থেকে আজ কোটিপতি বনে গেছেন। জানা গেছে, নুরুল আবছার আনসারী ৯১ সালে জীবন-জীবিকার তাগিদে বাঁশখালী থেকে স্ত্রী-সন্তানসহ চট্টগ্রাম শহরে আসেন। চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা পল্টনিয়ে মসজিদের পিছনে মাসিক ১শ’ টাকায় জনৈক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকেন। জীবিকার তাগিদে পুরানো তেঁতুল আর আটার সাথে পিপারমিন মিশিয়ে সমস্ত রোগের দাওয়াই (ঔষধ) বানিয়ে প্রতারণা কাজের সূচনা করেন। পুরাতন জানআলী হাট রেল ষ্টেশনে কলাপাতা বিছিয়ে জঙ্গল থেকে অপরিচিত লতা-পাতা তুলে এনে বিক্রি করে ডাক্তার  ও কবিরাজ খেতাব অর্জন করেন। এরপর থেকেই শুরু হয় তার নানামূখী প্রতারণা। এরই সূত্র ধরে তিনি দক্ষিণ চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার অসহায় যুবতী মেয়েদের চাকুরী দেওয়ার নাম করে শহরে নিয়ে এসে বিভিন্ন অসামাজিক

mg-58 mg-57

কার্যকলাপে লিপ্ত করে বলে জানা গেছে। বর্তমানে তার হাতে রয়েছে কয়েক ডজন নারী। আর এ সব নারীদের বাদী করে বিভিন্ন বিত্তশালী ব্যক্তিদের বিরুদ্ধে মানহানীকর বা নারী নির্যাতন মামলা করে। পরে বাদী-বিবাদী গণের সাথে আপোষ-মিমাংসার নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এছাড়াও চাকুরী দেওয়ার নাম করেও তিনি অনেকের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। আর এ ব্যবসা তার ভাগ্যের দ্বার উন্মোচন করে দেয়। যার ফলে সে এখন কোটিপতি বনে গেছেন। সূত্রটি জানায়, নুরুল আবছার আনসারী নির্দিষ্ট কোন চাকুরী বা ব্যবসা না থাকলেও বিশাল অট্টালিকা, কয়েকটি মাইক্রোবাস, মটরসাইকেল এবং অনেকগুলো ট্যাক্সির মালিকও বনে গেছেন। আর তার মাইক্রোবাসগুলো চট্টগ্রামের বহদ্দর হাট এবং বাঁশখালী-কক্সবাজার রুটে চলাচল করে। একাধিক পরিচয়ের অন্তরালে প্রশাসনের নাকের ডগায় নুরুল আবছার আনসারী এ গাড়িতে অবৈধ মালামাল পাচার করে চলছে বলে অভিযোগ রয়েছে। আর এসব তথ্য উপাত্ত সহ তার বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন পত্র-পত্রিকায় একাধিক সংবাদও প্রকাশিত হয়েছে।

mg-56

সূত্রটি জানায়, ১০/১২ বছর পূর্বে শার্ট, লুঙ্গি ও স্যান্ডেল পায়ে নুরুল আবছার আনসারীর আসা-যাওয়া শুরু হয় রাজধানী ঢাকাতে। এমনকি আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনেও শার্ট, লুঙ্গি ও স্যান্ডেল পায়ে তার আগমন ঘটে। মাত্র ১০/১২ বছরেই তার বেশ-ভূষা পরিবর্তন হয়ে যায়। শুধু তাই নয়, অলৌকিকভাবে অল্প সময়ের ব্যবধানে তার ভাগ্যেরও পরিবর্তন হয়। ফলে শূণ্য থেকে আজ কোটিপতি হয়ে গেছেন নুরুল আবছার আনসারী। চট্টগ্রামের আলোচিত প্রতারক ও মামলাবাজ নুরুল আবছার আনসারীর বিভিন্ন অপরাধ ও প্রতারণার সংবাদ প্রকাশিত হওয়ার পর অপরাধ বিচিত্রা‘র প্রতিবেদক মাধবী ইয়াসমিন রুমাকে প্রধান আসামী করে চট্টগ্রামের বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছে নুরুল আবছার আনসারী। যার সি.আর মামলা নং-৩৩৫, তাং-২০/ ১১/২০১৬ ইং। ধারা-৫০০/৫০১ দঃবিঃ। এছাড়াও কক্সবাজার ও রাঙ্গামাটি জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একই ধারায় মামলা দায়ের হয়েছে বলে একটি সূত্র জানায়। উক্ত আলোচিত প্রতারক ও মামলাবাজ নুরুল আবছার আনসারী নির্দিষ্ট কোনো পেশায় না থাকার পরও হঠাৎ আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ায় হতবাক হয়ে গেছেন এলাকাবাসীসহ সচেতন মহল। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশন (দুদক) যদি অনুসন্ধান করে তাহলে বেরিয়ে আসবে তার অবৈধ ধন-সম্পদের নেপথ্য কাহিনী।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

6 − 3 =