সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ মইনউদ্দিন জুলফিকার এর ক্ষমতার এত দাপট কেন?

0
1169

স্টাফ রিপোর্টার ঃ
সমুদ্র পরিবহন অধিদপ্তরের মইনউদ্দিন জুলফিকার (সার্ভেয়ার বরিশাল) এতই ক্ষমতার দাপট যে, তিনি ঢাকার সমুদ্র পরিবহণ অধিদপ্তরে নিয়মিত আনাগোনা তার পরও দৈনিক ১০/১৫টা জাহাজ সার্ভেয়ার করে বরিশাল জোনের সূত্রে প্রকাশ। তিনি কখনো সঠিক ভাবে ডিউটি পালন করে না। সদরঘাট থাকা অবস্থায় একই কান্ড মাঝে মধ্যে মনে চাইলে অফিস করে এ ব্যাপারে ২/৩ জনের সাথে যোগাযোগ করলে সবাই বলেছেন উনি বাসায় এবং প্রধান কার্যালয়ে বসে জাহাজের ফিট আনফিট সার্টিফিকেট দেয়, এবং সার্ভেয়ার করে। তার ঘটনাস্থল যাওয়ার দরকার হয় না। ইছা প্রজেক্ট একটা প্রকল্পের ৭ কোটি টাকার প্রকল্প পরিচালক ছিলেন, সেখানে উনি কাউকে তোয়াক্কা করতেন না বলে সূত্রে প্রকাশ। তবে ঐ প্রকল্পের টাকা দিয়ে ঢাকা সেন্টাল হাসপাতালের অপজিট একটা ফ্লাট ক্রয় করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে তার সাথে যোগাযোগ করলে সে বলে, সরকার যেখানে দায়িত্ব দেয় একজায়গায় বসেই কাজ করলে হয়। বাড়ী ফ্লাট ক্রয় করছেন কি দিয়ে সেটা আমার একা নয়, সমুদ্র পরিবহণের অনেকেই প্লট/ফ্লাটের মালিক আমি গন্তব্যস্থানে না গিয়ে যদি কাজ করতে পারি সমস্যাটা কোথায়! তার এই এক ঘেয়েমি চাল চলনে আরো বহু অভিযোগ এসেছে পরবর্তীতে খোঁজ খবর নিয়ে বিস্তারিত লেখা হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × 4 =