কদমতলী থানাধীন জুরাইন, বৌ-বাজার এর একটি খাবার হোটেলে থেকে একটি অবৈধ পিস্তল উদ্বারসহ ২ জন গ্রেফতার।

0
959

এম রহমান :- ঢাকা দক্ষিন কদমতলী থানাধীন জুরাইন বৌ-বাজার জনৈক আরিফের টিনসেড ঘর মনোয়ার খাবার হোটেলএর ভিতর থেকে যার ওয়ার্ড নং ৫২, গোপন সংবাদের ভিওিতে সন্দেহভাজন ২ জনকে দেহ তল্লাশী করে একটি বিদেশী পিস্তল ২ রাডন্ড কার্তুজ সহ কদমতলী থানার পুলিশ উদ্বার ও গ্রেফআর করতে সক্ষম হয়।
ঘটনার বিবরণে প্রকাশ যে, গত ১৬-১২-১৬ ইং তারিখ রাত্র আনুমানিক ৭.২০ টায় সময় গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী থানার এস আই আব্বাস উদ্দিন ও তার টিমসহ জুরাইন অত্র এলাকায় ডিউটিকালিন সময়ে উপরোক্ত খাবার হোটেলে একজন সন্ত্রাসী অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। বিষয়টি কদমতলী থানার উর্ধ্বতন কর্মকতাকে এস আই আব্বাস উদ্দিন অবগত করিয়ে তার টিমসহ অত্র থানার হোটলে ঢুকে সন্দেহভাজন ২ জনকে দেহ তল্লাশী করিয়ে এক জনের নিকট থেকে একটি অবৈধ পিস্তল ২ রাউন্ড কার্তুজ সহ উদ্বার করে তার সংগীসহ হাতেনাতে গ্রেফতার করে। জানা যায় পিস্তলের গায়ে গঅউঊ ওঘ ঔঅচঅঘ ঘঙ-১৬০০ লেখা ছিল। যার নিকট থেকে পিস্তল পাওয়া যায় তার নাম হচ্ছে মোঃ সবুজ (১৮) পিতা মোঃ রমজান আলী রূপগঞ্জ,নারায়নগঞ্জ। অপরজন হচ্ছে মোঃ বিল্লাল (৩৫) পিতা মোঃ দ্বীন ইসলাম সাং বৌবাজার জুরাইন, কদমতলী, ঢাকা। এজাহারে বর্নিত ৪ জন সাক্ষী সেখানে উপস্থিত ছিল।তাদের উপস্থিতিতে আসামিদের দেহ তল্লাশী করে অত্র  অবৈধ অস্ত্র পাওয়া যায়। এ ব্যাপারে আসামীদ্বয়কে থানায় এনে এস আই আব্বাস উদ্দিন বাদী হয়ে ১৮৭৮ সনের আর্মস এ্যাক্টের ১৯-অ ধারা মোতাবেক তাদের বিরুদ্বে গত ১৭-১২-১৬ ইং তারিখ সকাল ০৫-৪৫ ঘটিকার সময় একটি মামলা রুজু করেন। যার মামলা নং ৪৩। মামলাটি তদন্ত করিবেন অত্র থানার এস আই প্রদীপ কুমার কুন্ড।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five + twenty =