Site icon Aparadh Bichitra

যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত পাকিস্তান সামরিক বাহিনীর ১৯৫ সদস্যকে ফেরত চাই                  — – আইনমন্ত্রী
১৯৭১ সালের যুদ্ধাপরাধের সাথে জড়িত পাকিস্তান সামরিক বাহিনীর ১৯৫ সদস্যকে দেশে এনে বিচারের জন্য ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ।
গণহত্যা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিজ) মিলনায়তনে এক সেমিনারের সমাপনী অধিবেশনে তিনি আজ একথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ১৯৭৪ সালে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে ত্রি-পাক্ষিক চুক্তিতে বলা হয়, ১৯৫ সামারিক বাহিনীর সদস্যকে পাকিস্তানে বিচার করা হবে। এ জন্য তাদের পাকিস্তানে পাঠানো হয়। কিন্তু তাদের বিচার করা হয়নি। ফলে এ চুক্তি লঙ্ঘিত হয়েছে। সেজন্য বাংলাদেশ ওই ১৯৫ জনের বিচার করতে চায়।
তিনি আরও বলেন, আমরা জানি ১৯৫ জনের অনেকেই বেঁচে নেই। কিন্তু যারা জীবিত আছেন তাদের ফেরত চাই। এ জন্য আমরা চেষ্টা করব।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল স্থানীয় মানবতাবিরোধীদের বিচার করার পরে তারা এই ১৯৫ জনের যুদ্ধাপরাধের বিষয়টি তদন্ত করে দেখছে।
অ্যামব্যাসাডর মুন্সী ফাইজ আহমদে এর সভাপতিত্বে সেমিনারের সমাপনী অধিবেশন পরিচালনা করেন বিজ এর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আব্দুর রহমান,এনডিসি,পিএসসি।
(ড. মো. রেজাউল করিম)
তথ্য ও জনসংযোগ কর্মকর্তা
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়