‘শিশুর হাসি’ ডাঃ রুখসানা আমিন সুরমা

0
1273

পৃথিবীটা আসলেই অনেক বেশী সুন্দর।
সমস্ত ফুলের সুবাস ছড়িয়ে পড়–ক সবার অন্তর থেকে অন্তর,
আমরা নই এই পৃথিবীর চিরস্থায়ী।
গভীর ভাবে ভাবলে মনে হয় বসে আছি শুধু হয়ে যাত্রী।
এই পৃথিবীতে আমরা সবাই খুবই অল্প সময়ের মধ্যে অতিথি।
আমরা সবাই প্রত্যেকটি শিশুকে করবো যতœ ও আদর,
তাহলেই পৃথিবীটা হয়ে উঠবে আরো সুন্দর থেকে সুন্দর।
আমরা কোন শিশুকেই করবোনা অবহেলা অনাদর,
তাইতো আমাদের জন্যই মহামূল্যবান রাত্রি লাইলাতুলকদর।
আমি মন থেকে চাইবো প্রতিটি শিশু হত্যার উপযুক্ত বিচার,
তা না হলে ভরে যাবে পৃথিবীটা অন্যায় আর অবিচার।
আমি দেখতে বা শুনতে চাইনা আর কোন শিশুর কান্না,
আমি আর সহ্য করতে পারিনা ওদের আর্তনাদ আর যন্ত্রণা।
আমি চাই প্রতিটি শিশুর মুখের নির্মল হাসি,
আমি প্রত্যেকটি শিশুকেই আসলে খুব ভালবাসি।
আমি প্রতিটি শিশুর মুখের হাসি দেখতে চাই,
তা না হলেতো পৃথিবীর কোন সৌন্দর্যই নাই।
প্রতিটি শিশুর আছে সুন্দর ভাবে বেঁচে থাকার অধিকার,
সেই কথা মনে রেখেই এগিয়ে যেতে হবে আমাাদের সবার।
আমরা সবাই মন থেকে ভাববো সব শিশুর কথা,
আর কেউ দিবোনা একটি শিশুকেই কষ্ট বা ব্যাথা।
তাতে করে হয়ে যাবে আমাদের নিজেদের নিচু মাথা।
হঠাৎ করেই কেমন যেন বেড়ে গেছে শিশুর উপর অত্যাচার,
আমি চাইবো এমন অন্যায় করার কথা কেউ ভাববেনা আর।
প্রতিটি শিশু সুন্দর ও স্বাধীন ভাবে বেড়ে উঠুক
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ
এটাই আমাদের সবার প্রত্যয় হউক।

মোবাইলঃ ০১৭৬০৭৫৭৭০৬
ইমেইল এবং ফেসবুকঃ ৎঁশংধহধংঁৎসধ@মসধরষ.পড়স

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

18 − nine =