সাফল্যের পথ-পরিক্রমায় মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ

0
1383

মোঃ আবু তাহের পাটোয়ারী ঃ
অনেক চড়াই-উৎরাই পাড়ি দিয়ে ব্যাপক বিবর্তনের মধ্যেই সাফল্যের সমুজ্জ্বল স্বাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ। আশির দশকের প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমানের সম্প্রসারিত ও বর্ধিত এই পরিসরে পৌঁছতে বিদ্যুৎসাহী অভিভাবক, পৃষ্ঠপোষক ও শিক্ষকমন্ডলীর নিরলস কর্মপ্রচেষ্টাই বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের সম্প্রসারন ও সাফল্যের ক্ষেত্রেই সমম্বিত ভাবে ত্রিমূখী এই কর্মপ্রচেষ্টা বিশেষভাবে অপরিহার্য। সীমাহীন বাধা বিপত্তি ডিঙ্গিয়ে এই স্কুলটিরও সাফল্যের শীর্ষে পৌঁছতে সম্মানিত শিক্ষক, অভিভাবক ও পৃষ্ঠপোষকদের সমন্বিত উদ্যোগ আর কর্মপ্রচেষ্টা মূখ্য ভূমিকা রেখেছে। তবে বর্তমানে দায়িত্বরত গভর্নিং বডির সরাসরি তত্ত্বাবধানে স্কুলটির ভৌত অবকাঠামোর  ব্যাপক উন্নতি হয়েছে বলে জানা যায়। বিভিন্ন পর্যবেক্ষনে দেখা যায়, বর্তমান পরিচালনা কমিটির আমলেই স্কুলটির শিক্ষারমানও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে।
অনুসন্ধানী পর্যবেক্ষনে সুস্পষ্টভাবেই জানা যায়, মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজটি নির্বাচিত পূর্ণাঙ্গ গভর্নিং বডির সুশৃঙ্খল তত্ত্বাবধানে অত্যন্ত নিয়মনিষ্টভাবে পরিচালিত হচ্ছে। ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সুযোগ্য সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন বিভিন্ন মেয়াদে প্রায় ৭ বছর ধরে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতির দায়িত্বে অধিষ্টিত রয়েছেন। বলাবাহুল্য, দক্ষ এই সংগঠকের সুশৃঙ্খল পরিচালনায় এ শিক্ষা প্রতিষ্ঠানটি ইতোমধ্যে দেশের সেরা স্কুলগুলোর পর্যায়ে ঠাঁয় করে নিয়েছে। একটা সাধারণ মানের স্কুলকে আজকের এই বর্ধিত, প্রসারিত ও মানসমৃদ্ধ পর্যায়ে নিয়ে আসাটা নি:সন্দেহে সমুজ্জ্বল সাফল্যেরই বড়ো দৃষ্টান্ত। বিভিন্ন শিফটে দুইটি শাখার মাধ্যমে মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজটিতে বর্তমানে প্রায় চৌদ্দ হাজার শিক্ষার্থী অধ্যায়নরত। প্রতি দুবছর অন্তর নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের মধ্য দিয়েই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে থাকে। আগামী ৩১ মার্চ মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের নির্বাচনকে সামনে রেখে একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ একশ্রেণীর পত্র পত্রিকায় নানা ধরনের অপপ্রচার মূলক সংবাদ প্রকাশে লিপ্ত হয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। একজন সচেতন অভিভাবক হিসেবে এ প্রতিষ্ঠানের সুদীর্ঘ ঐতিহ্য ও অর্জনের বিষয়টি ধরে রাখতে যথাযথ ভূমিকা পালন অবশ্যই অপরিহার্য। চিহ্নিত স্বার্থান্বেষী মহলটির কূটিল দূরভিসন্ধি থেকে স্কুলটির সুনাম সুখ্যাতি অব্যাহত রাখতে সকলেরই রয়েছে বিশেষ দায়িত্ব। সুবিশাল এই শিক্ষা প্রতিষ্ঠানে ২৬১ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত রয়েছে। তমধ্যে প্রাথমিক বিভাগে ৬৩ জন, মাধ্যমিকে ১৬৪ জন ও উচ্চ মাধ্যমিকে রয়েছে ৩৪ জন শিক্ষক। একাডেমিক কার্যক্রমের বাইরেও মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজটিতে নীতি-নৈতিকতা, ধর্মীয় শিক্ষা, সাংস্কৃতিক ও বিনোদন মূলক শিক্ষার বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের পাশাপাশী, সরকারি যে কোন কর্মসূচী ও শিক্ষা মন্ত্রনালয়ের সমস্থ প্রজ্ঞাপন পালনের মধ্য দিয়েই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে থাকে। এছাড়াও শিক্ষার্থীদের মেধা-মননের বিকাশের পাশাপাশি তাদের হৃদয়ে নীতি-নৈতিকতা ও উন্নততর নাগরিকবোধ সঞ্চারে এসব কার্যক্রমের রয়েছে বিশেষ গুরুত্ব। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেলিনা শামসীর সার্বিক তত্ত্বাবধানে কোমলমতি শিক্ষার্থীদের মেধা-মননের বিকাশে সম্মানিত শিক্ষকবৃন্দ নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। মানসমৃদ্ধ ও উপযুক্ত শিক্ষাদানের অত্যন্ত নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠা হিসেবে মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের রয়েছে বিশেষ সুখ্যাতি। সমাজ ও রাষ্ট্রীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে দক্ষ পেশাজীবী ও বিশেষজ্ঞ তৈরীর ক্ষেত্রে শিক্ষার মাধ্যমিক স্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাধ্যমিক স্তরে যথোপযুক্তভাবে শিক্ষালাভ কারীরা জীবনের পরবর্তী পর্যায়েও সব প্রতিযোগিতা মূলক পরীক্ষায় কৃতিত্বের সমুজ্জ্বল স্বাক্ষর রাখতে সক্ষম হয়। এর ফলে তাদের মধ্য থেকেই বের হয়ে আসে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের দক্ষ পেশাজীবী, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞ। আর এই লক্ষ্য বাস্তবায়নের নিরন্তর প্রেরণার উপর ভর করেই মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। আশা করা যায়, অনন্য কৃতিত্বের স্বাক্ষরবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে সাফল্যের এ ধারা কখনও ম্লান হবেনা।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

18 + four =