লাকসামের কোঁয়ার গ্রামের মোবারক ডিলারের বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ এর খুঁটি ও মিটারের সংযোগ বাণিজ্যের অভিযোগ

0
919

ষ্টাপ রির্পোটারঃ
কুমিল্লার লাকসাম উপজেলার ১নং বাকই ইউনিয়নের কোঁয়ার গ্রামের মৃত. ওসমান আলীর ছেলে মোবারক হোসেন ওরুপে মোবারক ডিলারের বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ এর খুঁটি ও মিটারের সংযোগ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে গত ৫/১০/১৪ইং তারিখ হইতে এলাকার বিভিন্ন লোকের থেকে পল্লী বিদ্যুৎ  এর খুঁটি ও মিটারের সংযোগ বাবদে লক্ষ, লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানাযায়। যারা অর্থ দিতে অপরাগতা শিকার করেন তাদেরকে বিদ্যুৎ সংযোগ দিবেন না ও পাবেন না বলে হুমকি দেয় এবং বিভিন্ন ভাবে হয়রানী হুমকি ধুমকী সহ প্রাননাশকের হুমকি দেন। এই ব্যাপারে একই এলাকার একজন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বলেন, আমি মোবারক ডিলারের বিরুদ্ধে লাকসাম থানায় একটি জিডি করিয়াছি জিডিনং ১০২৪ তারিখ ২৯/১০/১৪ইং এবং এ বিষয়ে স্থানীয় জাতীয় সংসদ সদস্য তাজুল ইসলাম এমপির’ নিকট একটি লিখিত অভিযোগ জানান। মুক্তিযোদ্ধা আরো বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা  আমি দেশের জন্য যুদ্ধ করেছি, দেশের স্বাধীনতার সুফল বাস্তবানের জন্য আমাদের প্রিয় নেত্রী দেশরতœ বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার সারাদেশে সকলের ঘরে ঘরে বিদ্যুৎ পৌছাবেন তার দ্বারাবাহিকতায় আমরা বিদ্যুৎ পাচ্ছি। তা অমান্য করে আমাদের মোবারক ডিলার স্থানীয় প্রভাবশালীদের নাম ভাঙ্গিয়ে পল্লী মিটার ও খুঁটি নাম ভাঙ্গিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে পল্লী অসহায় গ্রাহকেরা আতঙ্কে আছে। তাই এ দুর্নীতীবাজ মোবারক ডিলার  ৩নং কান্দিপাড় ইউনিয়ের চৈঙ্গাচাল, নৈরপাড়, চাঁনগাও ৫৩টি মিটার খুঁটির বাবদ লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়াছে ১নং বাকই ইউনিয়ের কোঁয়ার কুঁট্টিইশা, খৈয়াখালী কাঁন্দি মালিবাঊরতলা গ্রাম গুলী থেকে খুুঁটি ও মিটার সংযোগ বাবদ লক্ষ লক্ষ টাকা পল্লী বিদ্যুৎতের নাম ভাঙ্গিয়ে হাতিয়ে নিয়েছে। স্থানীয় ভুক্তভোগীদের প্রানের দাবী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী পরিকল্পনা মন্ত্রী আ. হ. ম লোটাস কামাল,  কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জের জাতীয় সংসদ সদ্যস তাজুল ইসলাম এমপি ও প্রশাসনিক কর্মকর্তা সু- দৃষ্টি আর্কশন করেন। দুর্নীতি বাজ মোবারকের দুর্নীতির তদন্ত করিয়া শাস্তির দাবী জানান। ও ভূতভোগী গ্রাহকদের খুঁটি মিটারের সংযোগ দেওয়ার দাবী জানান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × 3 =