নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হকের সাফল্যে

0
1645

বিশ্বের মানচিত্রে সকল অপরাধীদের সনাক্তকরন এবং পাকড়াও করার প্রকৃত শক্তির উৎস সহ নিরপেক্ষ ভুমিকায় আদালতে প্রেরন যাদের হাতে ন্যস্ত তারা হলো পুলিশ বাহিনী। বিশ্বের প্রতিটি রাষ্ট্রে যদি পুলিশ বাহিনী না থাকতো তবে সে দেশে কখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন করা যেত না। এই কারনে যে দেশের পুলিশ বাহিনীর কার্যক্রম যত উন্নত সে দেশের অর্থনৈতিক অবস্থাও তেমন উন্নত। এছাড়া ও যে দেশের পুলিশ বাহিনী যত কর্মঠ সে দেশের জনগন তত শৃঙ্খলাবদ্ধ এবং দেশ প্রেমিক। তাছাড়া যে দেশের জনগন পুলিশ বাহিনীর উপড় যত শ্রদ্ধাশীল সে দেশের জননিরাপত্তা তত সুন্দর ও শান্ত। এছাড়া যে দেশের সরকার পুলিশ বাহিনীর নূন্যতম বেচেঁ থাকার মত কোন জীবনযাত্রার মর্যাদা দিতে পারে না সে দেশের পুলিশ বাহিনী ঘুষ-দুর্নীতির সাথে তত বেশী জড়িত হয়ে পড়ে। একজন সামান্য সাংবাদিক হিসাবে মনে হয় দেশের নিয়ম বা অনিয়ম ঘটনাবলী সম্পর্কে সত্যকে উৎঘাটন করে, সৎও সাহসিকতার সাথে আইন এবং সমাজের কাছে তুলে ধরি। আবার যে সব পুলিশ অফিসার, মন্ত্রি, এমপি ও আমলা সহ বিভিন্ন দপ্তরের অফিসারগন দেশ জাতির কল্যানে সেবামূলক কাজ করে থাকেন সে সব ব্যাক্তিদের সফলতা এবং প্রশংসনীয় কার্যক্রমও সমাজের কাছে তুলে ধরা। সাংবাদিকতার ১৭ বছর জীবনে পুলিশ বাহিনী নিয়ে অনেক লেখালেখি করেছি। তবে পুলিশ বাহিনীর মধ্যে অনেক সৎ নিষ্ঠাবান কর্মকর্তা রয়েছে যারা জীবন বাঁজি রেখে সততার সাথে দায়িত্ব পালন করে আসছে। আবার অধিকাংশ অফিসারগন অবৈধ উপায়ে কোটি কোটি টাকার মালিক হয়ে বসে আছেন। গড়েছেন বিশাল অট্রালিকা আর কালো টাকার পাহাড়। আজ এমনই এক সাফল্যের বরপুত্র কে নিয়ে আমার আজকের এই উৎসাহ মূলক প্রতিবেদন। আর তিনিই হচ্ছে নওগাঁ জেলার পুলিশ সুপার মোজাম্মেল হক (বিপিএম.পিপিএম)। মোঃ মোজাম্মেল হক ১৯৬৮ সালে ১৫ই জানুয়ারী পাবনা জেলার ভাঙগুড়া থানাধীন কাশীপুর গ্রামে এক সম্ভান্ত মুসলিম পরিবাবে জন্মগ্রহন করেন। তাঁর পিতার নাম আব্দুল জব্বার বিশ্বাস এবং মাতার নাম মোমেনা বেগম। তার পিতা আব্দুল জব্বার বিশ্বাস বিশিষ্ট সমাজ সেবক ও ধর্মপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। মোজাম্মেল হক শিক্ষা জীবনে শাহাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে বৃত্তিসহ প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে মুলগ্রাম উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। তিনি মাধ্যমিক শিক্ষা গ্রহণকালে ৮ম শ্রেণীতে টেলেন্টপুল বৃত্তিলাভ করেন। ১৯৮৪ সালে কৃতিত্বের সাথে প্রথম বিভাগে এসএসসি পাশ করেন। ১৯৮৬ সালে চাটমোহর ডিগ্রী কলেজ হতে প্রথম বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তির্ণ হন। অতপর তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-এ ভর্তি হন। ১৯৯২ সালে তিনি কৃতিত্বের সাথে ডিভিএম পরীক্ষায় উত্তির্ণ হয়ে একই প্রতিষ্ঠানে এমএস কোর্সে ভর্তি হন। বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদানের পূর্বে তিনি ১৯৯৪ সালে ভ্যাটেনারী সার্জন হিসাবে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় চাকুরীতে যোগদান করেন। অপঃপর তিনি একই পদে চাকুরীকালে ১৫তম বিসিএস পরীক্ষায় উত্তির্ণ হয়ে নিয়োগের জন্য মনোনীত হন। কিন্তু অনিবার্য কারণ বশতঃ তিনি চাকুরীতে যোগদান না করে ঈশ্বরদী উপজেলায় বদলী হন। ঈশ্বরদীতে চাকুরী করাকালে পুনরায় তিনি ১৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ১৯৯৯ সালের ২৫শে জানুয়ারী শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীতে এক বৎসর মেয়াদী প্রশিক্ষণ শেষে তিনি শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হিসাবে ২০০০ সালের আগষ্ট মাসে কুষ্টিয়া জেলায় যোগদান করেন। শিক্ষানবিশকাল সমাপনান্তে তিনি সহকারী পুলিশ সুপার সার্কেল হিসাবে পঞ্চগড় জেলায় যোগদান করেন। পরবর্তীতে ২০০৩ সালে তিনি সহকারী পুলিশ সুপার সদর সার্কেল হিসাবে রাজশাহীতে যোগদান করেন। ২০০৫ সালে জুলাই মাসে তিনি অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন এবং নাটোর জেলায় যোগদান করেন। পূণরায় তিনি ২০০৬ সালে জানুয়ারী মাসে অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে রাজশাহী জেলায় যোগদান করেন। ২০০৭ সালে এপ্রিল মাসে অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে কুমিল্লা জেলায় যোগদান করেন। কুমিল্লা জেলায় কর্মরত অবস্থায় একই বৎসরে নভেম্বর মাসে ডেপুটি কমান্ডার হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়ে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসাবে সুদান মিশনে গমন করেন। যুদ্ধ বিধ্বস্ত দারফুরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে জাতিসংঘ শান্তিপদকে ভূষিত হন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন হতে ফিরে পুনরায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নাটোর জেলায় যোগদান করেন। এসময় আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ সুচনা হলে ২০১০ সালের মে মাসে তিনি অতিরিক্ত পুলিশ সুপার ঢাকা হিসাবে বদলী হন এবং সফলভাবে শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণ করে গার্মেন্টস সেক্টরে স্থিতিশীলতা ফিরে আনেন। ২০১০ সালে ২০শে অক্টোবর তিনি পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন এবং জয়পুরহাট জেলায় যোগদান করেন। জয়পুরহাট জেলায় কর্মকালীন সফলতার সাথে আইন-শৃংঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার এবং কমিউনিটি পুলিশিং জোরদার করনের মাধ্যমে পুলিশ জনতার সেতুবন্ধন রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এসময় জয়পুরহাট জেলার কালাই থানা এলাকায় কতিপয় গ্রামে অবৈধ এবং অমানবিকভাবে প্রতারণার আশ্রয় নিয়ে কিডনী পাচারের ঘটনা ঘটানোর সংগে জড়িত এর চক্রের সকল হোতাকে গ্রেফতার করতে সক্ষম হন। বিষয়টি জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত ও ব্যাপকভাবে প্রসংসিত হয়েছে। এই সফলতার স্বীকৃতি হিসেবে মোঃ মোজাম্মেল হককে ২০১২ সালে জানুয়ারী মাসে পুলিশ সপ্তাহে রাষ্ট্রপতি পুলিশ ইউনিটের মধ্যে দ্বিতীয় হিসেবে পিপিএম পদক প্রদান করা হয়। ২৭/০১/২০১২ খ্রিঃ তিনি পুলিশ সুপার, বগুড়া হিসেবে যোগদান করেন এবং বগুড়া জেলায় সন্ত্রাস, নাশকতা প্রতিরোধসহ আইন-শৃংঙ্খলা নিয়ন্ত্রনে সফলতার জন্য সরকারসহ সকল মহল কর্তৃক প্রশংসা অর্জন করেন। তিনি বদলি সূত্রে গত ০৩/০৬/২০১৫ খ্রিঃ নওগাঁয় পুলিশ সুপার হিসেবে যোদান করেন এবং অদ্যাবধি গনমূখি পুলিশি ব্যবস্থা গ্রহণ করে জেলার মাদক, সন্ত্রাস, নাশকতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন। তিনি বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এছাড়া এশিয়া, ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে প্রশিক্ষণ গ্রহন করেছেন। নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক নওগাঁ ও বগুড়া জেলায় বিভিন্ন কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য বিশেষ করে সন্ত্রাস এবং নাশকতা প্রতিরোধ, কমিউনিটি পুলিশিং এর মাঠ পর্যায়ের কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক বিরোধী অভিযানে সফল নেতৃত্ব, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে বলিষ্ঠ ভূমিকা পালনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ২৬/০১/২০১৬ খ্রিঃ রাজারবাগ পুলিশ লাইন্স এ অয়োজিত পুলিশ সপ্তাহে/২০১৬ অনুষ্ঠিত বার্ষিক কুচকাওয়াজে তাকে পুলিশের সর্বচ্চ পদক বিপিএম পদকে ভূষিত করেন। মোজাম্মেল হক ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। স্ত্রী সুলতানা হক (কণা) একজন সুগৃহিনী। তিনি মেধাবী দুই কন্যা এবং এক পুত্র সন্তানের জনক। মোজাম্মেল হক নওগাঁয় পুলিশ সুপার হিসেবে যোগদান করার পর থেকে উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশে আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন স্থানে মাদক বিরোধী সাড়াসী অভিযান চালিয়ে মাদক স্পট নিমূল ও সস্ত্রাসী চাঁদাবাজী বন্ধে ব্যাপক কর্মতৎপরতা চালান। যার ফলে অনেক মাদক ব্যবসায়ী গ্রেফতার আতংকে মাদক ব্যবসা ছেড়ে আত্বসম্পন করেছেন। বিশেষ করে জেলা সদরের ভিতরে যেসব আবাসিক হোটেল গুলোতে দিনে-রাতে ওপেন ভাবে অবৈধ কর্মকান্ড হতো তাও এই প্রতিবাদী পুলিশ সুপার সম্পূর্ণ রুপে নিমূল করতে সক্ষম হয়েছে। খোঁজ খবর খবর নিয়ে জানাগেছে, পুলিশ সুপার মোজাম্মেল হকের নির্দেশে নওগাঁর সকল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসাররা ও ন্যায় নিষ্টার সহিত কাজ করে যাচ্ছে। পুলিশ সুপার মোজাম্মেল হক নওগাঁর জনগণের ব্যাপক প্রশাংসা অর্জন করেছেন। ভবিষৎতে আরও অর্জন হোক এটায় কামনা করছেন নওগাঁজেলাবাসী ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

9 + four =