Site icon Aparadh Bichitra

ভোলা চরফ্যাশনে ১২ বছর পরে মায়ের কোলে ফিরে এলো সন্তান।

ভোলা প্রতিনিধিঃ
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া ৪নং ওয়ার্ডে দীর্ঘ ১২ বছর পর গত সোমবার ফিরে এলেন ছালেক চৌধুরীর ছেলে নুরনবী। ২০০৪ সালে ইসমাঈল স্যারাং এর সাথে সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পরে। ইসমাঈল স্যারাং, সেলিম, মফিজ, রহিজল, ফরিদ, বাবুল, নুরনবী, ফিরোজ, আঃ খালেক, সালাউদ্দিন, আলাউদ্দিন, বারেক, জসিম, ছিডু মাঝিসহ ১৪ জন জেলে নিখোঁজ ছিল। নুরনবীর মা মমতাজ বেগম জানান দীর্ঘ ১২ বছর পর আজ আমার সন্তানকে আমি চিনতে পারছিনা। তাহা স্ত্রী তাছনুর বেগম তাহার স্বামীর পিঠে থাকা কালো দুইটি জট দেখে এবং তার মা তার সন্তানে আঙ্গুল কাটা চিহ্ন দেখে একদিন পরে তাকে সনাক্ত করে। সে এখন কোন কথা বলতে পারে না। তার শরীরে  বিভিন্ন চিহ্ন দেখা যায়। তাকে নুরনবী বলে ডাক দিলে সে কাছে আসে। এর ফলে আমাদের অনুভব হয় এই ছেলেটি আমাদের। তাকে দেখার জন্য এলাকায় হাজারের লোকে ভির জমে। সবার মুখে একই কথা আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। তাকে কিছু জিজ্ঞাসা করিলে কোন উত্তর সে দিতে পারে না।