টার্গেট রমজান : বাজারে আগুন

0
1547

আসন্ন পবিত্র মাহে রমজামকে সামনে রেখে কতিপয় অসাধু ব্যবসায়ি সিন্ডিকেট ইতোমধ্যে তৎপর হয়ে ওঠেছে। দিনদিন বেড়েই চলেছে চাল-ডাল, ছোলা, মাছ-মাংস, সবজি-মশলাসহ নিত্যপণ্যের মূল্য। অসাধু ব্যবসায়ি সিন্ডিকেট প্রতিবছর রমজানে নিত্যপণ্যের দাম বাড়িয়ে সাধারণ নাগরিকদের জীবন-জীবিকা দূর্বিসহ করে তুললেও কালেভাদ্রেও ওই সিন্ডিকেটের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ না করায়, তাঁরা বছরের পর বছর সিন্ডিকেট গঠনের মাধ্যমে উম্মুক্ত মূল্যবৃদ্ধির আষ্ফালন দেখায়। এতে করে নিন্ম আয়ের সাধারণ মানুষ বিশেষ করে খেঁটে খাওয়া গরীব-অসহায় মানুষকে পরিবার-পরিজন নিয়ে কঠিন অবস্থায় দিনাতিপাত করতে হচ্ছে। পবিত্র রমজান মাসে এ অবস্থা অব্যাহত থাকলে, সাধারণ মানুষের ভোগান্তি আরো বেড়ে যাবে। তাই অসাধু ব্যবসায়িদের লাগাম টানতে এখন থেকেই বাজার মনিটরিংয়ের মাধ্যমে চাল-ডাল ছোলাসহ নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে অথ্যাৎ বাজারের আগুন নেভাতে দ্রুত যুগান্তিকারি পদক্ষেপ নিতে হবে। অন্যথায় রমজানে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে।
বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভেবে দেখবেন। এমনটা প্রত্যাশা আমাদের।
মো. এনামুল হক লিটন

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twenty − 8 =