Site icon Aparadh Bichitra

চাঁদপুর চর ভৈরবী বেড়ীর পাশের দোকানীরা দিন কাটাচ্ছে আতঙ্কে

আবু মুসা মোহন ঃ- চাঁদপুর জেলার  চর ভৈরবী ৬ নাম্বার ইউনিয়ন ৬ নাম্বার ওয়ার্ডে  ওয়াবদার দীর্ঘদিনের পরিতেক্ত্য জমির উপর প্রায় আনুমানিক প্রায় দেড়ঁ হাজার দোকানদার     ভয়ে দিন কাটাছে কুচক্রী মহলের আতঙ্কে ।
একটি মহল পানি উন্নায়ন বোর্ডের কর্মকর্তাদের নিয়ে যোগ সাজছে দেড়ঁ হাজার দোকানীদের উচ্ছেদ করার পায়তারা চালাচ্ছে ।
সরজমিনে জানা যায় ওয়াবদা পরিতাক্ত্য জায়গাটি প্রায় ৪০ বছর ধরে ভোগ দখলে রয়েছে দোকানীরা ।
গত দেড়ঁবছর আগে বাজার টি রহস্যজনক ভাবে আগুনে পুড়ে যায় ।
এলাকা বাসী মোহাম্মদ গোলাপ জানান পানি উন্নায়ন বোডের কর্মকর্তারা মাইক দিয়ে পাবলিসিটি করছে দোকান গুলো উচ্ছেদ করার জন্য , দোকানদার মহিলা বিনা বেগম জানান দেড়ঁ বছর আগে আমাদের দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে পড়নের কাপর ছাড়া আর কিছু ছিল না, তিনি আরো জানান মন্ত্রী দিপু মনি সরজমিনে দেখেগেছে  এবং আমাকে একটি সেলাই মেশিন দিয়েছে, কোন রকম সমিতি থেকে টাকা নিয়ে ব্যবসা করে ছেলে মেয়েদের লেখাপড়া করাচ্ছি । এমন অবস্থায়  আমাদের উচ্ছেদ করলে আমরা কোথায় গিয়ে দাড়াঁবো ?
এলাকার সচেতন মহল জানান দোকান গুলো উচ্ছেদ করলে প্রায় ৫ হাঁজার মানুষ বসতবাড়ী হারাবে  ।
এই ব্যপারে পানি উন্নায়ন বোডের কর্মকর্তার ফোন বন্দ থাকার কারনে কোন বক্তব্য নেওয়া হয় নাই ।
মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামানা করছে এলাকাবাসী