চলে গেলেন আজীবন লড়াকু নেতা গণসংহতি কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী এ্যাড. আব্দুস সালাম।

0
1494

গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সালাম আজ ২৬ মে ২০১৭ সকাল ৭টা ২০ মিনিটে বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। আগামীকাল ২৭ মে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবদনের জন্য রাখা হবে। এ্যাড. আব্দুস সালাম তাঁর জীবনের প্রতিটি পর্বেই মুক্তি সংগ্রামে নেতৃত্বমূলক ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করেছেন। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চেও তিনি সংগঠক হিসেবে নেতৃত্ব দিয়েছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনেও তাঁর ভূমিকা ছিল নেতৃত্ব মূলক। জীবনের শেষ নি:শ্বাস পর্যন্তও তিনি মানুষের মুক্তির পক্ষে থেকে ইনসাফের সমাজ কায়েমে সক্রিয় ছিলেন।
২৭ মে সন্ধ্যায় বাদ মাগরিব তাঁর নিজ বাসভূমি রাজশাহীতে দলীয় কার্যালয়ের সামনে শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও জানাজা অনুষ্ঠিত হবে।
আজীবর লড়াকু সহযোদ্ধার প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one + sixteen =