Site icon Aparadh Bichitra

উজিরপুরে ২ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন। “আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার, বার বার দরকার” -এমপি ইউনুস

উজিরপুর প্রতিনিধি : “আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার, বার বার দরকার” এই সরকার ক্ষমতায় থাকলে আর বেশিদিন জনগণকে কাঁচা রাস্তায় হাটতে হবে না। ইতিমধ্যে গুরুত্বপূর্ন রাস্তাগুলোর কার্পেটিং ও ইট সোলিং এর কাজ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকেলে বরিশালের উজিরপুর উপজেলায় স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন প্রকল্পের অধীনে ২ কোটি টাকার সড়ক উন্নয়নের কাজের উদ্বোধনকালে একথা বলেন বরিশাল – ২ আসনের সংসদ সদস্য, আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাড: তালুকদার মোঃ ইউনুস। এ সময় শিকারপুর সড়ক থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী পর্যন্ত ২.৩০ কিঃমিঃ ১ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে বিসি সড়ক, জয়শ্রী পুরাতন বাসষ্ট্যান্ড থেকে ভরসাকাঠী সাইক্লোন সেল্টার পর্যন্ত ৪০ লক্ষ ৯৮ হাজার টাকা ব্যয়ে ২.৫ কিঃমিঃ বিসি সড়ক, এছাড়া সানুহার থেকে আটিপাড়া ০.৯০ কিঃমিঃ ৩৭ লক্ষ ৫৯ হাজার টাকা ব্যয়ে বিসি সড়কের কাজের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা প্রকৌশলী ইউনুস আলী, যুবলীগের সাধারন সম্পাদক হেমায়েত উদ্দিন, শিকারপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, বামরাইল ইউপি চেয়ারম্যান ইউসুফ হোসেন হাওলাদার, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম সরদার, শিকারপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি রহিম মাস্টার, সম্পাদক নজরুল মাঝি, বামরাইল ইউনিয়ন আ’লীগের সভাপতি গৌরঙ্গ লাল কর্মকার সহ বিভিন্ন আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। উদ্বোধন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধান মন্ত্রী শেখ হাসিনা, সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুস সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়ামোনাজাত অনুষ্ঠিত হয়।