মাদরাসা জেনারেল টিচার্স এ্যাসোসিয়েশন এর রংপুর জেলা শাখার মানববন্ধন

0
765

গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় কাচারী বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এ্যাসোসিয়েশন এর বার্ষিক ৫% প্রবৃদ্ধি প্রদান ও অতিরিক্ত ৪% অবসর ও কল্যাণ তহবিলের বর্ধিত চাঁদা প্রত্যাহারের দাবীতে রংপুর জেলা শাখার মানবন্ধন। মানবন্ধনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সহঃ সভাপতি ও নব-নির্বাচিত রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আখতার হোসেন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও নবনির্বাচিত জেলা সভাপতি প্রভাষক মোঃ ফজলুল বারী (বেলাল), বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আবু হেনা মোস্তফা জামাল, মিঠাপুকুরের প্রভাষক মোঃ আরিফুল ইসলাম, প্রভাষক শদিকুর রহমান (ডাবলু), প্রভাষক মোঃ হারুনুর রশিদ, প্রভাষক মোঃ নুরুল হোসেন মন্ডল, পীরগাছার প্রভাষক মোঃ লুৎফর রহমান, কাউনিয়ার প্রভাষক মোঃ আউয়াল হোসেন, সদর উপজেলার প্রভাষক মোঃ নুরুল হক, প্রভাষক মোঃ রফিকুল ইসলাম, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছড়ান আলিম মাদ্রাসা, মিঠাপুকুর এর অধ্যক্ষ মোঃ মোখলেচুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন। অবিলম্বে বেসরকারী শিক্ষকদের ৫% বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান ও অবসর কল্যাণ তহবিলেল নামে অতিরিক্ত ৪% এর প্রজ্ঞাপন বাতিলের দাবী এবং মাদ্রাসাসহ সকল বেসরকারী শিক্ষা জাতীয় করনের জোর দাবী জানান। অনুষ্ঠান পরিচালনা করেন নবনির্বাচিত জেলা কমিটির সংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ বেলাল হোসেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nineteen − 3 =