রংপুরে রিচিং আউট অব স্কুল চিলড্রেন রস্ক ফেইজ-২ প্রকল্পের আওতায় আরবান চিলড্রেন এডুকেশনের কর্মশালা

0
2206

রিচিং আউট অব স্কুল চিলড্রেন রস্ক ফেইজ-২ প্রকল্পের আওতায় আরবান চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম রংপুর সিটি কর্পোরেশনে বাস্তবায়ন হচ্ছে।এরই ধারাবাহিকতায় অদ্য ২০/০৭/২০১৭ ই তারিখে  ই্সডিও সিলভার জুবিলী ভবনে একটি ইনডাকশন কর্মশালা অনুষ্ঠিত হয়।উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ড. এম মিজানুর রহমান (প্রকল্প পরিচালক, রস্ক ফেইজ-২ ও অতিরিক্ত সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সভাপতি মাহবুব এলাহী (বিভাগীয় উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা, রংপুর বিভাগ, রংপুর। নুরুজ্জামান মল্লিক (ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর , রস্ক ফেইজ-২ প্রকল্প) মোঃ শহিদুল ইসলাম (জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, রংপুর) জনাব মোঃ ইদ্রিস আলী, কাউন্সিলর,রংপুর সিটি কর্পোরেশন, রংপুর। মোঃ জগলুল হায়দার, সেভ দ্য চিলড্রেন ড. মুহম্মদ শহীদ উজ জামান, নির্বাহী পরিচালক, ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন(্ইএসডিও) কর্মশালায় আরও উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডেও সম্মানিত কাউন্সিলর মহোদয়, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক, আরবান স্লাম আনন্দ স্কুলের  সিএমসি কমিটর সম্মানিত সভাপতি,মাঠ পযায়ে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন(্ইএসডিও) বাস্তবায়ন করছে। মোট ১২ টি ওয়ার্ডে ১৭ টি স্কুল কম্পাউন্ড রয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

9 + 17 =