গরু ছাগোল, সাপ ও মানুষের এক সঙ্গে বসোবাস

7
1663

জিএম মিজানুর রহমান মিজান যশোর ব্যুরো॥ যশোর জেলার ৪টি উপজেলার মানুষ জলাবদ্ধতায় বিপর্যস্থ। গরু ছাগোল সাপ ও মানুষের এক সংগে  বসোবাস । টাকা বর্ষন ও জোয়ারের পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় যশোর জেলার কয়েকটি উপজেলা। গত ১৮ জুলাই থেকে শুরু হয়েছিল এ বৃষ্টি , ২২ জুলাই কিছুটা কম থাকলেও ২৩ জুলাই ভোর থেকেই শুরু হয় টাকা বৃষ্টি যা আরও কয়েকদিন থাকবে বলে জানা যায়। মনিরামপুর উপজেলার ও কোতয়ালী, অভয়নগর উপজেলার শত শত বাড়ী ঘর বৃষ্টির পানিতে ডুবে গেছে। অনেক বাড়ী ঘরের মধ্য পানি ঢুকে পড়েছে। উঠোনে কোমর পানি অনেকের বাড়ী ঘর ছেড়ে রাস্তার উপর টোনঘর তৈরি করে বসোবাস করছে। জলাবদ্ধতা গ্রামগুলি হচ্ছে জিয়াডাঙ্গা, মাগুরা, গাবুখালি, রামশরা, লাউকুন্ডা, রাজাপুর, শুন্দী, আড়পাড়া, আলীপুর, তারুপাড়া, ঢাকুরিয়া, শরনখোলা, বইকরা, দিয়াপাড়া, বনোগ্রাম, পুরুটাল। ভবোদহ এর আশপাশের অনেক বাড়ীতে বিশোধর সাপ প্রবেশ করেছে। গরু ছাগল রাখার জাইগা নায়। সাপ গরু ছাগল ও মানুষ একসংগে বসোবাস করছে। ন্যাশনাল ক্রাইম জার্নলিষ্ট এন্ড অধিকার ফাউন্ডেশন এর সদস্য গত ২৭ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় সরেজমিনে ঘুরে দেখতে যায় জিএম মিজানুর রহমান মিজান শহিদুল ইসলাম,  ডাঃ আলি হোসেন মিন্টু, মোঃ লোকমান মাহামুদুল হাসান, সোহান আমিন, রাজু আহাম্মেদ মোঃ ইদ্রিস আলী , মনিরামপুর উপজেলার কালিবাড়ী শরনখোলা নেহালপুর রতনদিয়া শেচুড়ি, ছিয়ানব্বই ঘরে আড়পাড়া মাগুরা, রামশরা, আলিপুর, আমডাঙ্গা, লক্ষিপুর ঘুরে দেখা যায় শত শত বাড়ীর উঠোন বৃষ্টির পানিতে ডুবে রয়েছে ভবদার সুইচ গেট না থাকার কারনে নদীর জোয়ারের পানি ঢুকছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × 5 =