যশোর বউ বাজারে ভেজাল মধুর কারখানা, প্রশাসন নিরব।

0
1590

যশোর অফিস॥ যশোর জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখার কারনে এক শ্রেণী মধু সংরক্ষনকারী লোভী মানুষ মধুর বদলে চিনির পানির সংগে ক্যামিকেল  মিশিয়ে মধু বলে হরধম বিচিকিনি করছে। নকল মধু তৈরি কারিগর অভয়নগর উপজেলার পচামাগুরা দক্ষিন পাড়ার নাহিদের পুত্র ফারুক হোসেন। দীর্ঘ ০৬ বছর যাবত নকল মধু তৈরি করে যশোর শহরসহ আশপাশে বিচিকিনি করে থাকে। বর্তমানে ফারুক নকল মধু তৈরি করা কারখানা তৈরি করেছেন। যশোর ছিটিকলেজের বৌবাজারে তার সংগে রয়েছে ৯/১০ জন যুবক। প্রতিদিন সকাল ১০ টাক থেকে রাত ৮ টা পর্যন্ত বিভিন্ন শহরে ও গ্রামগঞ্জে খটি মধু বলে বিচিকিনি করে আসছে। এই মধু পান করিলে প্রথমে খুশখুশে কাশি শুরু হয় পরে লিভার ও কিটনি আকেজো হয়ে পড়ে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

seventeen − four =