Site icon Aparadh Bichitra

চট্টগ্রামের সাতকানিয়ায় ইসলামী ব্যাংকের ৩২৩তম শাখা উদ্বোধন

অপরাধ বিচিত্রাঃ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩২৩তম শাখা ৬ আগস্ট ২০১৭ চট্টগ্রামের সাতকানিয়ায় উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, ডাইরেক্টর প্রফেসর ড. মোঃ সিরাজুল করিম ও প্রফেসর মোঃ নাজমুল হাসান পিএইচডি উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব উল আলম। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মুনিরুল মওলা, আবু রেজা মোঃ ইয়াহিয়া ও জেকিউএম হাবিবল্লাহ এফসিএস, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাফর আলম, চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান নিজামুল হক, আগ্রাবাদ কর্পোরেট শাখা প্রধান মোহাম্মদ শহীদ উল্লাহ এফসিএ, ব্যাংকের নির্বাহী, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। স্থানীয় বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল হোসেন, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূর আহমদ, পলাশ জুয়েলার্সের স্বত্তাধিকারী পলাশ ধর, ও নারী উদ্যোক্তা রুমী আক্তার প্রমুখ। আরাস্তু খান প্রধান অতিথির ভাষণে বলেন, দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে ইসলামী ব্যাংক। উৎপাদনমূখী ও কল্যাণকর যেকোন উদ্যোগে ব্যবসায়িদের পাশে থাকবে এ ব্যাংক। তিনি  বলেন, গণমানুষের আস্থার ব্যাংক হিসেবে শহর ও পল্লীর অর্থনীতির সেতুবন্ধন হিসেবেও কাজ করছে ইসলামী ব্যাংক। শরীয়াহ্ ইসলামী ব্যাংকের মূল চালিকা শক্তি উল্লেখ করে তিনি শরীয়াহনীতি যথাযথ পালনে সংশ্লিষ্ট সবাইকে সর্তক থাকার আহবান জানান। মোঃ আব্দুল হামিদ মিঞা সভাপতির ভাষণে বলেন, সাতকানিয়ার ব্যবসায়িক কার্যক্রমে আরো গতি সঞ্চার করতে ইসলামী ব্যাংকের এ শাখা গুরুত্ব¡পূর্ণ অবদান রাখবে। তিনি এ ব্যাংকের কল্যাণমুখী সেবাসমূহ গ্রহণে সকলকে উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, মানুষের জীবনমান উন্নয়নে স্থানীয় আমানত এ অঞ্চলেই বিনিয়োগ করার মাধ্যমে এলাকার উন্নয়নে ভূমিকা রাখা হবে। তিনি নারী উদ্যোক্তা,পল্লী উন্নয়ন প্রকল্প ও ক্ষুদ্র বিনিয়োগের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে সকলের কাছে সেবা পৌঁছে দিতে কর্মকর্তাদের নির্দেশ দেন।