Site icon Aparadh Bichitra

বঙ্গবন্ধু ফাউন্ডেশন রংপুর জেলা শাখার শোক দিবস পালন

স্টাফ রির্পোটারঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন রংপুর জেলা শাখার আহবায়ক কমিটির উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়। গতকাল সোমবার রংপুর টাউন হলে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া এমপি। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা তাজিবুর রহমান লাইজুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ছাফিয়া খানম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী আলোচনা করেন বিশিষ্ট সাহিত্যিক ডা.  মফিজুল ইসলাম মান্টু, অধ্যাপক শাহ আলম ও আনওয়ারুল ইসলাম রাজু। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী এ্যাড. ইলিয়াছ আহমেদ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, এ্যাড. জাসেম বিন জুম্মন, জাতীয় শ্রমিক লীগের জেলা শাখার সভাপতি আব্দুস সালাম সরকার। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শহীদুল ইসলাম হীরা, বেরোবির শিক্ষক ড. তুহিন ওয়াদুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন, ডা. আব্দুর রহিম, মলায় কিশোর ভট্টাচার্য প্রমুখ। আলোচনা সভা ও দোয়া শেষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন রংপুর জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন আহবায়ক বীরমুক্তিযোদ্ধা তাজিবুর রহমান লাইজু, যুগ্ম আহবায়ক এ্যাড. আতিক উল আলম কল্লোল, এ্যাড. জিয়াউল হাসান জিয়া। আলোচনা সভা, কমিটি গঠন ও দোয়া মুনাজাতের পূর্বে বঙ্গবন্ধু ফাউন্ডেশন রংপুর জেলা শাখার উদ্যোগে রংপুর মহানগরীর বঙ্গবন্ধু স্মরণী বঙ্গবন্ধুর মুড়ালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।