Site icon Aparadh Bichitra

সদস্য সংগ্রহ অভিযানে একমাস সময় বাড়ল বিএনপি’র

রিপোর্টার নানা: বিএনপি’র সদস্য সংগ্রহ কর্মসূচীর আরও একমাস বাড়িয়েছে দলটি। বৃহস্পতিবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রাকৃতিক দুযোর্গ ও অন্যান্য যে সমস্ত বিষয়গুলো জড়িত আছেৃ সে কারণে সদস্য সংগ্রহ অভিযানে আমরা আমাদের চূড়ান্ত টার্গেট ব্যহত হয়েছে। ইতিমধ্যে লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি আমরা অর্জন করেছি। এজন্য দলের সিদ্ধান্ত অনুযায়ী এই কর্মসূচি আরো এক মাস অর্থাৎ আগামী ১ অক্টোবর পর্যন্ত প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণের কার্যক্রম বাড়ানো হল।
গত ১ জুলাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের সদস্য সংগ্রহের দুই মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। আগামী ১ সেপ্টেম্বর শুক্রবার এ কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছিল। এবারের এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রার কথা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জানিয়েছিলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। বিএনপির দপ্তর শাখা থেকে জানা যায়, গত বুধবার পর্যন্ত ৬০ লাখ ৫৬ হাজার ফরম বিক্রি হয়েছে। প্রতিটি ফরমের দাম রাখা হয়েছে ১০ টাকা। সেই হিসেবে ৬ কোটির কিছু বেশি অর্থ বিএনপির তহবিলে জমা পড়েছে। উত্তরাঞ্চলসহ ২৭টি জেলায় ব্যাপক বন্যার কারণে সদস্য সংগ্রহের কর্মসূচি বাধাগ্রস্থ হয়েছে বলে ধারণার কথা বলছেন বিএনপির একাধিক নেতা।