রায়পুর ক্লাবের বিতর্ক প্রতিযোগিতায় মার্চ্চেন্টস্ একাডেমী চ্যাম্পিয়ন

0
389

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুর ক্লাবের উদ্যোগে দ্বিতীয় আন্তঃস্কুল-মাদ্রাসা বিতর্কের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রায়পুর জেলা পরিষদ অডিটোরিয়ামে শনিবার (৭ অক্টোবর) দুপুরে আয়োজিত বিতর্কে রায়পুর মার্চ্চেন্টস্ একাডেমী চ্যাম্পিয়ন হয়। রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ বিতার্কিক হন বিজয়ী দলের ইসরাত জাহান ইশিকা।
রায়পুর ক্লাবের সভাপতি মারুফ বিন জাকারিয়ার সভাপতিত্বে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন জাতীয় স্কুল বিতর্কের নির্দেশক সৈয়দ আশিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন।
এসময় বক্তব্য রাখেন রুস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ, বিশিষ্ট শিল্পপতি রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী, এম এম কাদের একাডেমীর প্রতিষ্ঠাতা এম এম এ কাদের, এল.এম পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহজাহান, জেলা ডিবেট এসোসিয়েশনের সভাপতি মাজেদ আজাদ প্রমুখ।
পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। উল্লেখ্য, ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

7 − five =